ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ক্রিকেট

বিদেশি ক্রিকেটারদের আগ্রহ, তাসকিন তাদের দেশের লিগে ‘এভেইলেবল’ কি না

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
বিদেশি ক্রিকেটারদের আগ্রহ, তাসকিন তাদের দেশের লিগে ‘এভেইলেবল’ কি না

তাসকিন আহমেদ দেশের ক্রিকেটের সবচেয়ে সফল পেসার গত কয়েক বছর ধরে। উন্নতি করে এখন তিনি বাকিদের জন্য উদাহরণও।

তাসকিনকে নিয়ে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আগ্রহও অনেকদিনের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ প্রায় সব টুর্নামেন্টেই ডাক পেয়েছেন তিনি। কিন্তু ‘ওয়ার্কলোড’ বেড়ে যাওয়ার ভয়ে তাকে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

অবশেষে ফ্র্যাঞ্চাইজি লিগের দুয়ার তাসকিন আহমেদের জন্য খুলেছে জিম আফ্রো টি-টেন টুর্নামেন্ট দিয়ে। বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলে রোববার বিকেলে দেশে ফেরেন তিনি। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাসকিন জানান, জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটাররা জানতে চেয়েছেন তাদের লিগে খেলতে পারবেন কি না।

তাসকিন বলেন, ‘ওখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো অনেক দেশের অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গেই দেখা-সাক্ষাৎ হয়েছে। সবাই বলছিল ভালো উন্নতি হচ্ছে, ভালো করছো। সঙ্গে বিভিন্ন দেশের ক্রিকেটাররা এভেইলেভেলিটি জিজ্ঞেস করছিল যে তাদের লিগের সময় আমি এভেইলেবল কি না। আমি বলেছি এটা পরে জানাব। কারণ যেহেতু আল্লাহর রহমতে তিন ফরম্যাট খেলি, সবসময় এভেইলেবল থাকা কঠিন। ’

এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশের আছে বড় স্বপ্ন। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে তাসকিন জেনেছেন, বিদেশি ক্রিকেটাররাও আশাবাদী এই ব্যাপার। তাসকিনের আশাও বেড়েছে বিশ্বকাপ ভারতে হওয়ায়।  

তিনি বলেন, ‘জি, অনেকেই বলেছে (বিশ্বকাপে ভালো করার কথা)। তারাও আশাবাদী আমরা এবার ভালো কিছু করবো বিশ্বকাপ। গ্যারান্টি দিয়ে তো বলা যায় না কিন্তু আমারও বিশ্বাস আমাদের যে দল, আর ভারতে খেলা। ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশাবাদী। ’

তাসকিন আহমেদ বুলাওয়ের হয়ে সাত ম্যাচে ১৪ ওভার করেছেন তাসকিন। ৭.৮৫ গড়ে রান দিয়ে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন তিনি। তাসকিনের সন্তুষ্টি, পাওয়ার প্লেতে বোলিং করেও ইকোনোমি কম রাখতে পারার।  

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে একটা ভালো অভিজ্ঞতা ছিল। প্রথমবারের মতো (বিদেশে) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললাম, অভিজ্ঞতাটা ভালোই ছিল। যদিও দল হিসেবে আমরা ফাইনাল খেলতে পারিনি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মোটামুটি ভালোই খেলেছি। সন্তুষ্ট যে রিদমটা ভালো হচ্ছে। আর উন্নতি হচ্ছে, এটাই। এক্সিকিউট করতে পারছি। ব্যক্তিগতভাবে হয়তো মোটামুটি ভালো টুর্নামেন্টে গেছে। কিন্তু এখনও উন্নতির লক্ষ্যেই আছি। ’

‘প্রথমবারের মতো টি টেন খেললাম। একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। প্রথম ওভার থেকেই ওরা আসলে খুবই হাইলি ইন্টেন্ট রাখে মারার জন্য। দশ ওভারের মধ্যে তিন ওভার পাওয়ার প্লে থাকে। নতুন বলে দুই ওভার, আরেকটা যেকোনো সময় আপনি নিতে পারবেন। আমি মোস্ট অব দ্য টাইম পাওয়ার প্লেতেই করেছি দুইটা ফিল্ডার বাইরে। এর মধ্যেও যে ভালো ইকোনোমিতে টুর্নামেন্ট শেষ করেছি এবং ভালো চ্যালেঞ্জ ছিল। একটা জিনিস ভালো অভিজ্ঞতা হয়েছে, নিজের শক্তির জায়গাটা ভালোভাবে এক্সিকিউট করতে পারলে টেস্ট ক্রিকেট বা টি টেন; সবখানেই কার্যকর। ’

তাসকিনের টি-টেন যাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন সিকান্দার রাজাও। এই জিম্বাবুয়ে তারকা এক পোস্টে তাসকিনকে ‘বন্ধু’ অন্যটিতে ‘ছোট ভাই’ হিসেবে সম্বোধন করেন। এ নিয়ে তাসকিন বলেন, ‘ভালো। উনি আসলে সবসময় অনেক সাপোর্ট করেছে। আমার হালাল খাবারের জন্য অনেক কিছু এরেঞ্জ করে দিয়েছে। আমি তো ওর থেকে বয়সে অনেক ছোট। বন্ধু আবার ছোট ভাই আর কি। ছোট ভাই-ই তো। ’

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।