ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ডেঙ্গুতে আক্রান্ত হাসান সুস্থ হয়ে উঠছেন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, আগস্ট ১, ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হাসান সুস্থ হয়ে উঠছেন

বাংলাদেশের পেস বোলিংয়ের বড় ভরসার নাম হাসান মাহমুদ। এশিয়া কাপ ও বিশ্বকাপেও থাকবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সোমবার থেকে এই দুই টুর্নামেন্ট সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। কিন্তু তাতে ছিলেন না হাসান মাহমুদ। এই পেসার বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলছেন না।  

তাহলে কেন নেই? জানা গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন হাসান। পুরো দেশজুড়েই এখন রোগটি প্রকট আকার ধারণ করেছে। হাসানও তাতেই আক্রান্ত হয়েছেন। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র তার ডেঙ্গু আক্রান্তের খবর নিশ্চিত করে জানিয়েছে, সুস্থ হয়ে উঠছেন তিনি।

ওই সূত্র জানায়, ‘২৯ জুলাই হাসানের ডেঙ্গু ধরা পড়েছে। এখন সে ভালো আছে। কোন ধরনের জটিলতা নেই। প্লাটিলেটও কমেনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শঙ্কার কোন কারণ নেই। দ্রুতই মাঠে ফিরবে। ’

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে সোমবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। এখন চলছে মেডিকেল পরীক্ষা, পরে হবে ফিটনেস নিয়ে কাজ। ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের স্কিল অনুশীলন। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে ক্যাম্পে যোগ দেবেন না হাসান।  

বাংলাদেশ সময় : ১৮২৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ