ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আবারও পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
আবারও পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। গত মাসে হারুন রশিদ পদত্যাগ করলে পদটি ফাঁকা থেকে যায়।

বিশ্বকাপের দুই মাস আগে শূন্যস্থান পূরণ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন ইনজামাম। এখন তিনি পিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য। তিন সদস্যের এই কমিটিতে আরও আছেন মোহাম্মদ হাফিজ ও মিসবাহ উল হক। তবে প্রধান নির্বাচক হওয়ায় ইনজামামকে এই কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে।  

আবার দায়িত্ব পেয়ে ইনজামামের প্রথম কাজ হবে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করা। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে।

এশিয়া কাপের শেষদিকে পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নেবেন মিকি আর্থার। এরপর আসন্ন বিশ্বকাপ ও বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকবেন প্রোটিয়া কোচ। তবে ইনজামামের সঙ্গে এর আগেও কাজ করেছেন আর্থার। পাকিস্তান ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল আর্থারের সময়েই। ওই সময় প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। এরপর ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।