ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুশফিক ‘ভাগ্যবান’, তাসকিন আশাবাদী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
মুশফিক ‘ভাগ্যবান’, তাসকিন আশাবাদী

হেলতে-দুলতে ট্রফিটা নিয়ে এলেন মুশফিকুর রহিম। ড্রেসিংরুম থেকে শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনের মঞ্চ অবধি আসতে আসতে রসিকতা করলেন ট্রফির ওজন নিয়েও।

পরে সতীর্থদের সঙ্গে নিয়ে ট্রফির সঙ্গে ছবি তোলেন মুশফিক। অভিজ্ঞ এই ক্রিকেটার পরে ছবি তুলেছেন একাও।  

ফটোসেশন শেষে দলের প্রতিনিধি হয়ে কথা বলেন মুশফিক। এর আগেও চারটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার আগেরগুলোর চেয়ে ‘অনেক অনেক’ ভালো করবেন এমন চাওয়া প্রকাশ করেন মুশফিক। এতগুলো বিশ্বকাপ খেলায় নিজেকে ভাগ্যবানও মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার।  

তিনি বলেন, ‘অভিজ্ঞতা অবশ্যই বড় একটি বিষয়। তবে কাগজে-কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে, আমি অনেক ভাগ্যবান যে শেষের ৪টি বিশ্বকাপ খেলেছি। এবারও যদি খেলার সুযোগ পেয়ে থাকি, তাহলে অবশ্যই চাইবো যে, গত চারটা বিশ্বকাপ যেমন ফল পেয়েছি, তার চেয়ে অনেক অনেক ভালো করতে পারি। ’

‘আমাদের সেই শক্তিমত্তা আছে, সেই বিশ্বাসটা আছে। তবে সব কিছু নির্ভর করছে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো শুরু করতে পারি। আমার মনে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা ভালোভাবে শুরু করি। ওয়ানডেতে আমরা যেহেতু অভিজ্ঞ দল ও গত ৪-৫ বছর ধরে ধারাবাহিক খেলছি, তো অবশ্যই আশা তো করাই যায় যে, অনেক ভালো একটা স্পেশাল কোনো ফল করবো। ’

গত কয়েক বছর ধরে ওয়ানডেতে দারুণ পারফর্ম করছে বাংলাদেশ। এর পেছনের অন্যতম বড় কারণ অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকদের মতো অভিজ্ঞদের সঙ্গে প্রথম বিশ্বকাপ খেলায় অপেক্ষায় তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল আশাবাদী করছে মুশফিককে।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা অবশ্যই অনেক বড় একটা সুযোগ তাদের জন্য। কারণ তারা গত যে কয়টা বছর খেলেছে, এরকম বড় কোনো ইভেন্টে খেলেনি। তবে তারা যেভাবে গত ২-৩টা বছর পারফরম্যান্স করেছে, আমার মনে হয় এই একটা মঞ্চ, যেখানে তারা আরও ভালো পারফরম্যান্স করতে পারে। তারা যদি এই পারফরম্যান্স ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয়, যেটা বললাম, অভিজ্ঞ ব্যাটার আছে এবং যারা গত ২-৩ বছর ধারাবাহিকতা ধরে রেখেছে, ইনশাল্লাহ তাদের পারফরম্যান্সে এবার আমাদের রেজাল্ট অনেক ভালো হবে। ’

বাংলাদেশের ওয়ানডে সাফল্যের আরেকটি বড় কারণ পেস বোলারদের উন্নতি। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো তাদের মাটিতে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। যেখানে সিরিজসেরা হন তাসকিন আহমেদ। এই ক্রিকেটারও শুনিয়েছেন নিজের আশার কথা।  

তিনি বলেন, ‘আসলে এটা শুনতে খুব আনন্দের যে, আমাদের পেস বোলাররা আগের চেয়ে ভালো করছে এবং এই পেস বোলারদের উন্নতির জন্য গত কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন ভালো কিছু করতে পারি। সামনের বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে, ইনশাল্লাহ। ’

দলের স্পিনারদের প্রতিনিধি হয়ে কথা বলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এই লঙ্কান আশাবাদী সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের নিয়ে। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় স্পিনারদের একটু বাড়তি সুবিধাও পাওয়ার কথা। নিজের শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসের কথাই শুনিয়েছেন হেরাথ।  

তিনি বলেন, ‘বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে। সাকিব, মেহেদির সঙ্গে আরও কিছু স্পিনার থাকবে স্কোয়াডে। আমি নিশ্চিত, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্য তাদের আছে। এসব নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের অনুশীলন ক্যাম্প চলবে। আমি নিশ্চিত আগামী কয়েক সপ্তাহে ক্যাম্পটি দারুণভাবে এগোবে। ’

‘সব কিছু মূলত পরিস্থিতির ওপর নির্ভর করে। কে প্রথম পাওয়ার প্লেতে বোলিং করতে পারে, কে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বোলিং করতে পারে। সেদিক থেকে আমার মনে হয়, সব স্পিনারই বিশ্বকাপে বড় প্রভাব রাখবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।