ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অবহেলার শিকার মাহমুদউল্লাহ, দাবি তার স্ত্রীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
অবহেলার শিকার মাহমুদউল্লাহ, দাবি তার স্ত্রীর

নানা গুঞ্জন চলছিল, এশিয়া কাপের স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত ঠাঁই হলো না এই অলরাউন্ডারের।

তাকে ছাড়াই আজ ঘোষণা করা হয়েছ ১৭ সদস্যের দল। বিষয়টি নিয়ে রিয়াদ ভক্তরা ক্ষোভ প্রকাশ করছেন। তাদের দলে শামিল হলেন এই অলরাউন্ডারের স্ত্রীও।  

মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। যেখানে তিনি নিজের মতামত জানান। বলেন মাহমুদউল্লাহ খারাপ পারফরম্যান্সের জন্য দল থেকে বাদ পড়েননি। বাদ পড়ার প্রকৃত কারণটা তিনি জানতে চান।

আজ সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে জান্নাতুল কাওসার লিখেছেন, ‘বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানের (আসলে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান) স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করব। যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ, ভালো মানুষ হিসেবে জানে। ’

‘আলহামদুলিল্লাহ। তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো। তাও তিনি কখনো কোনো দিন কিছু বলেননি। তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা? সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরো অনেক বেশি হতো!’

জান্নাতুল কাওসার আরো লিখেছেন, ‘তিনি সর্বদাই অপ্রতিবাদী ছিলেন। নিজের যোগ্যতায় সব সময় দলে জায়গা পেয়ে আসছেন। আমি এখনো গর্ববোধ করছি কারণ, আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েনি! ভালো করে পরিসংখ‍্যান অনুসন্ধান করলে দেখবেন! প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছে এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। আলহামদুলিল্লাহ। তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম। ’

শেষে জান্নাতুল কাওসার লেখেন, ‘আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার শিকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়! আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য ‘বিশ্রামের’ ট্রেন্ড বন্ধ হোক; যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়। সর্বোপরি, আমি মাহমুদউল্লাহ রিয়াদের সব শুভাকাঙ্ক্ষী, ফ‍্যান-ফলোয়ারদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা, সম্মান আর সমর্থনের জন্য। ’

‘আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জন্য তার অবদান কতটুকু, যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝে তারাই জানে এবং মনে রাখবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।