ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ ব্রেভিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ ব্রেভিস

গত যুব বিশ্বকাপে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর কদর বাড়তে থাকে তার জন্য।

তবে এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ডেওয়াল্ড ব্রেভিস। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসের শেষ দিকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে তাকে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

ব্রেভিস ছাড়াও স্কোয়াডে নতুন মুখ ডোনোভান ফেরেরা ও ম্যাথিউ ব্রিজকি। এছাড়া টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় আছেন গেরাল্ড কোজি। গত মার্চে ইনজুরিতে পড়া কেশভ মহারাজ দলে ফিরেছেন এই সিরিজ দিয়ে। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন কুইন্টন ডি কক, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা।  

আগামী ৩০ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেদিনই ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।


অস্ট্রেলিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড

টি-টোয়েন্টি: এইডেন মারক্রাম (অধিনায়ক), ম্যাথিউ ব্রিজকি, ডেওয়াল্ড ব্রেভিস, গেরাল্ড কোজি, ডোনোভান ফেরেরা, বিয়ন ফর্তেইন, রিজা হেনড্রিক্স, মার্কো ইয়ানসেন, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাদ উইলিয়ামস, রসি ফন ডার ডুসেন।  
ওয়ানডে: এইডেন মারক্রাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, গেরাল্ড কোজি, কুইন্টন ডি কক, বিয়ন ফর্তেইন, রিজা হেনড্রিক্স, হেইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রসি ফন ডার ডুসেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।