ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন স্মিথ-স্টার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন স্মিথ-স্টার্ক

অ্যাশেজ চলাকালীনই চোট পেয়েছিলেন বাঁ হাতের কবজিতে। ভেবেছিলেন তা দক্ষিণ আফ্রিকা সফরের আগে সেরে যাবে।

কিন্তু না বরং উল্টোটাই হলো, কবজির ইনজুরির কারণে আরও চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্টিভেন স্মিথ। তাই দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন এই ব্যাটার। তিনি একা নন, এই সফরে খেলবেন না মিচেল স্টার্কও। অ্যাশেজে পাওয়া কুঁচকির চোটে এখনো ভুগছেন বাঁহাতি এই পেসার।

স্মিথ না থাকায় এখন ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। এর আগে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক করা হয়েছে তাকে। স্মিথের পরিবর্তে ওয়ানডে দলে মার্নাস লাবুশেন ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অ্যাশটন টার্নার। ওয়ানডে দলে স্টার্কের বদলে যুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে। বর্তমানে ইনজুরিতে ভুগলেও বিশ্বকাপের আগেই স্মিথ-স্টার্ক ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর ডারবানে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী ৭ সেপ্টেম্বর ব্লমফন্তেইনে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।