ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে আরব আমিরাতের ইতিহাস গড়া জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
নিউজিল্যান্ডের বিপক্ষে আরব আমিরাতের ইতিহাস গড়া জয়

চলতি সিরিজেই প্রথম মুখোমুখি হওয়া দুই দলের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাসই গড়ে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত।

যেকোনো ফরম্যাটে কিউইদের বিপক্ষে প্রথম জয় তাদের। একই সঙ্গে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে কোনো সহযোগী সদস্য দেশের কাছে না হারার রেকর্ড খুঁইয়েছে নিউজিল্যান্ড।  

দুবাইয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে কিউইরা। জবাব দিতে নেমে ২৬ বল হাতে রেখে জয় পায় আমিরাত।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ছয় ওভারে ৩৭ রান তুলতে তিন উইকেট হারায় তারা। সপ্তম ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান একপ্রান্ত আগলে থাকা ওপেনার চাদ বোয়েশও। ২ চার ও ১ ছক্কায় ২১ বলে ২১ রান করে আয়ান আফজাল খানের বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি।

এই ব্যাটারের বিদায়ের পরও কিউইরা উইকেট হারিয়েছে নিয়মিত। তবে দলটিকে অনেকটা একা হাতেই টেনেছেন মার্ক চাপম্যান। ইনিংস শেষের দুই বল বাকি থাকতে আউট হওয়ার আগে ৩ চার ও সমান ছক্কায় ৪৬ বলে ৬৩ রান আসে তার ব্যাট থেকে। জাহির খানের বলে ক্যাচ আউট হন তিনি। এছাড়া ১৭ বলে বলে ২১ রান করেন জিমি নিশাম। আমিরাতের পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন আয়ান আফজাল খান।  

জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় বলেই ওপেনার আরিয়ানুশ শর্মাকে আউট হারায় আমিরাত। টিম সাউদির বলে এই ব্যাটার কোনো রান করার আগেই ক্যাচ দেন জিমি নিশামের হাতে। তার বিদায়ের পর ভ্রিত্তিয়া আরভিন্দের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ২১ বলে ২৫ রান করে জিমি নিশারে বলে বোল্ড হন আরভিন্দ।
 
তবে হাফ সেঞ্চুরি তোলে নেন মোহাম্মদ ওয়াসিম। সেটিও অনেকটা ঝড়ের গতিতে। ৪ চার ও ৩ ছ্ক্কায় ২৯ বল খেলে ৫৫ রান করেন তিনি। মিচেল স্যান্টনারের বলে টিম সাউদির হাতে ক্যাচ দেন ওয়াসিম। তবে কাজের কাজ করে দিয়ে যান তিনি।  

এরপর প্রয়োজন ছিল কেবল ইনিংসটিকে এগিয়ে নেওয়া। সেটি ভালোভাবেই করেন আসিফ খান ও বাসিল হামিদ। তারা দুজন ২৮ বলে ৪৮ রানের অপরাজিত জুটিতে দলকে জয়ের বন্দরে ভেড়ান। ১ ছ্ক্কা ও ৫ চারে ২৯ বলে ৪৮ রান করেন আসিফ খান। ১২ বলে ১২ রান আসে বাসিল হামিদের ব্যাটে।  

সবমিলিয়ে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও আরব আমিরাত। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ঠিক একদিন আগে। ওই ম্যাচে আশা জাগিয়ে আমিরাত হেরেছিল ১৯ রানে। ১৯৯৬ সালের বিশ্বকাপে একমাত্র ওয়ানডে খেলে তারা, সেটিতে বড় জয় পায় নিউজিল্যান্ড। এবারের জয়ে ইতিহাসই গড়ে ফেলেছে আমিরাত।  

বাংলাদেশ সময় : ১১৪৮ ঘণ্টা, ২০ আগস্ট, ২০২৩
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।