ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারও বিশ্বকাপের সূচি বদলের অনুরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
আবারও বিশ্বকাপের সূচি বদলের অনুরোধ

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার ১০০ দিন আগে সূচি ঘোষণা করে আইসিসি। তবে এনিয়ে বড় মাপের কাটাছেঁড়া হয়েছে।

সপ্তাহখানেক আগে ৯ টি ম্যাচের পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়। কিন্তু এখানেই শেষ নয়! আয়োজক বোর্ড বিসিসিআইয়ের কাছে এবার সূচি বদলের অনুরোধ জানিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোয়েসিয়েশন।

নতুন সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। একই ভেন্যুতে পরের দিন মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী, এই ম্যাচের তারিখ ছিল ১২ অক্টোবর। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন হয়ে দাঁড়িয়েছে হায়দ্রাবাদ পুলিশ বলেছে, টানা দুই ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করতে পারবে না। তার ওপর পাকিস্তান দলকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে।

বিষয়টি তুলে ধরে বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা চায় দুটো ম্যাচের মাঝখানে পর্যাপ্ত বিরতি রাখা হোক।

এর আগে নিরাপত্তা ইস্যুর কারণে আহমেদাবাদে ভারত-পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে এনেছে আইসিসি। কারণ ১৫ অক্টোবর গুজরাটের সবচেয়ে বড় উৎসব নবরাত্রির প্রথম দিন। এছাড়া কালীপূজার কারণে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের তারিখও পরিবর্তন করা হয়েছে। হায়দ্রাবাদের অনুরোধের প্রেক্ষিতে এখনো কোনো জবাব দেয়নি বিসিসিআই।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।