ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ের তিনে মুজিব, রউফের লম্বা লাফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
র‌্যাংকিংয়ের তিনে মুজিব, রউফের লম্বা লাফ

পাকিস্তানকে কম রানে গুটিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। তবে বোলিংয়ে এসে নিজের কাজ ঠিকঠাকভাবেই করেছেন মুজিব উর রহমান।

যার ফলে র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে তার। অপরদিকে পাকিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করায় এগিয়েছেন পাক বোলার হ্যারিস রউফও।

আজ পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে ৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ের তিনে উঠে এসেছেন মুজিব। শীর্ষ দুইয়ে যথাক্রমে আছেন অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও মিচেল স্টার্ক। এক ধাপ পিছিয়ে চারে অবস্থান করছেন রশিদ খান।  

২০১ রানের অল্প সংগ্রহ তাড়ায় আফগানিস্তান যখন মাঠে নামে। তখন বোলিংয়ে বাজিমাত করেন পাকিস্তানি বোলার রউফ। ৫৯ রানে দলটিকে গুটিয়ে দেন তিনি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রান খরচায় নেন ৫ উইকেট। দারুণ এই পারফরম্যান্সে ৭ ধাপ এগিয়েছেন তিনি। উঠে এসেছেন ৩৬ নম্বরে। যেটি তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।  

পাকিস্তান যখন রান খরায় ধুঁকছিল। তখন ফিফটি হাঁকান ওপেনার ইমাম উল হক। যার বদৌলতে তিনি এগিয়েছেন এক ধাপ। আছেন তৃতীয় স্থানে। তবে আগের মতো শীর্ষেই রয়েছেন বাবর আজম। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।