ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবা হলেন শান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
বাবা হলেন শান্ত

দিন দুয়েক বাদেই খেলতে যাবেন এশিয়া কাপে। এর আগে সুুসংবাদ পেলেন নাজমুল হোসেন শান্ত।

জাতীয় দলের ব্যাটিংয়ে অন্যতম এই ভরসা ছেলে সন্তানের বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সন্তানের কথা জানান তিনি।   

শান্ত লিখেছেন, ‘আজকে সকালে আমি ছেলে সন্তানের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। মা এবং সন্তান দুজনেই ভালো আছে। আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন। ’

গত ১৬ আগস্ট স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বাবা হওয়ায় বিয়ষটি জানান শান্ত। স্ত্রী রত্নার বেবি বাম্পের ছবি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শান্ত-রত্নার সংসারের নতুন অতিথির আগমন উপলক্ষে তাদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের বেশ ক’জন ক্রিকেটারের স্ত্রী।  

সাবরিন সুলতানা রত্নাকে ২০২০ সালের জুনে বিয়ে করেন শান্ত। তাদের দুজনের বাড়িই রাজশাহীতে। বিয়ে করার তিন বছর পর সন্তানের বাবা-মা হলেন তারা।  

বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।