ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব অলরাউন্ডারদের ‘ড্যাডি’, বললেন আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
সাকিব অলরাউন্ডারদের ‘ড্যাডি’, বললেন আকাশ চোপড়া

সাকিব আল হাসানের ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বলতম দিক ২০১৯ বিশ্বকাপে। সেই আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানভাবে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার।

আট ইনিংসে ৬০৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট।

গত ১৫ বছরে সাকিবের মতো ব্যাটে-বলে ধারাবাহিকতা ধরে রেখেছেন খুব কম অলরাউন্ডারই। তাই তো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে অলরাউন্ডারদের ড্যাডি (বাবা) বলতে কোনো দ্বিধাবোধ করেননি সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। তার মতে, সাকিবের সঙ্গে বাকি অলরাউন্ডারদের এক কাতারে রাখা যাবে না।

আগামী অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। এর আগে বর্তমান অলরাউন্ডারদের ভেতর কে সেরা, তা নিয়ে একটি ভিডিওতে বিশ্লেষণ করেন আকাশ। যেখানে তুলে ধরেন গত এক বছরে সাকিবসহ ক্রিস ওকস, মিচেল মার্শ, হার্দিক পান্ডিয়া, শাদাব খান ও বাস ডি লিডের অলরাউন্ড পারফরম্যান্স।   

ভিডিওতে সাকিবের প্রসঙ্গ উঠলে আকাশ বলেন, 'সাকিব আল হাসান অলরাউন্ডারদের ড্যাডি (বাবা)। ২০১৯ বিশ্বকাপ যদি মনে থাকে, তাহলে দেখবেন যে সে আসরটিকে নিজের করে নিয়েছে। তার দুর্দান্ত পারফরম্যান্সই বলে দিচ্ছিল যে, এই বিশ্বকাপটা তার। বাকি অলরাউন্ডাররা একপাশে আর সাকিব আরেক পাশে। এই বিশ্বকাপ শেষে অলরাউন্ডার হিসেবে সাকিবের পারফরম্যান্স হয়তো এক নম্বরে থাকবে। আর এমনটা হলে আমি অবাক হবো না। '

গত এক বছরে ১৪টি ওয়ানডে খেলে ৪৫৬ রান ও ২০ উইকেট নিয়েছেন সাকিব। তবে আকাশের দেওয়া পরিসংখ্যানে ভুল ছিল। তিনি জানান, ৯ ম্যাচ খেলে ৩৩১ রান ও ১৬ উইকেট নিয়েছেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এএইচএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।