ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় পৌঁছেছেন সাকিবরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
শ্রীলঙ্কায় পৌঁছেছেন সাকিবরা

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছেড়েছে রোববার দুপুরে। শুরুতে বাংলাদেশ দলের গন্তব্য ছিল শ্রীলঙ্কার কলম্বো।

স্থানীয় সময় চারটার দিকে সাকিব আল হাসানরা পৌঁছেছেন সেখানে। বিসিবির লজিস্টিকের দায়িত্বে থাকা ওয়াসিম খান তার ফেসবুকে শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা জানান।

জাতীয় দলের সঙ্গে একই ফ্লাইটে যেতে পারেননি এবাদত হোসেনের চোটে শেষ মুহূর্তে দলে জায়গা পাওয়া তানজিম হাসান সাকিব। জ্বর থাকায় দলের সঙ্গী হতে পারেননি লিটন দাসও। সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

কলম্বো থেকে বাংলাদেশ যাবে ক্যান্ডিতে। সেখানে পাল্লেকেলেতে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবেন সাকিব আল হাসানরা। এরপর নিজেদের পরের ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।