ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিটনেস প্রমাণ করতে দুই সপ্তাহ পেলেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
ফিটনেস প্রমাণ করতে দুই সপ্তাহ পেলেন উইলিয়ামসন

দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। তবে গত আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের সবচেয়ে বড় দুশ্চিন্তা অধিনায়ক কেইন উইলিয়ামসনকে নিয়ে।

গত এপ্রিলে আইপিএল খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন এই ব্যাটার। তখনই তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা ছিল, যা এখনও কাটেনি।  

তবে সময়ের চেয়ে দ্রুতই ফিট হয়ে উঠছেন উইলিয়ামসন। ফিটনেস প্রমাণ করতে আর দুই সপ্তাহ সময় পেলেন তিনি। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড।

তিনি বলেন, 'এখন থেকে আর সপ্তাহ দুয়েক আছে আমাদের দল ঘোষণা করার জন্য। আমরা তাকে সবটুকু সুযোগই দিতে এবং এই সময়ের পুরোটা কাজে লাগাতে চাই। সে এখন পুরোপুরি পুনর্বাসনের মধ্যে আছে। নেটে ব্যাটিং করছে, যা দারুণ ব্যাপার। বেশ ভালোভাবেই অগ্রগতি হচ্ছে তার। তবে এটাও বলতে হবে, আমরা তাকে যেখানে দেখতে চাই, সেখানে যেতে হলে এখনও অনেক কাজ বাকি আছে তার। '

পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছেন উইলিয়ামসন। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। এর আগে উইলিয়ামসনের সঙ্গে খোলামেলা আলোচনায় বসবেন স্টেড।

তিনি বলেন, 'হ্যাঁ, অবশ্যই আমরা তাকে বিশ্বকাপে চাই। তবে বৃহত্তর ছবিটাও ভাবনায় রাখতে হবে যে, উইলিয়ামসনকে তার ক্যারিয়ারের বাকি সময়টায় আমরা ফিট দেখতে চাই। তার এবং আমার মধ্যে একদম খোলামেলা আলোচনা হবে যে, আসলে ঠিক কোন অবস্থায় সে আছে। দলের জন্য সেরা পথটা যেমন ভাবতে হবে, তেমনি দীর্ঘমেয়াদে উইলিয়ামসন ও তার ক্যারিয়ারের জন্য কোনটি সবচেয়ে ভালো, সেটিও ভাবনায় রাখতে হবে। '

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।