ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন তাইজুল-রিপন-জাহানারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন তাইজুল-রিপন-জাহানারা

বিগ ব্যাশ লিগে খেলার জন্য এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম, পেসার রিপন মণ্ডল। এছাড়া মেয়েদের লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন পেসার জাহানারা আলম।

আগামী রোববার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট।  

ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগের গত আসরেও নাম দিয়েছিলেন রিপন মণ্ডল। তবে সেবার কেও আগ্রহ দেখায়নি এই পেসারের জন্য। তবে তাইজুল ইসলাম এবারই প্রথম নাম দিয়েছেন। এর আগে তিনি কোনো বিদেশি লিগ খেলেননি। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচে ৭৬টি উইকেট নিয়েছেন বাহাঁতি এই স্পিনার।

এদিকে বাংলাদেশ জাতীয় নারী দলে খেলা পেসার জাহানারার বিদেশি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি হংকংয়ের ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি লিগের নিয়মিত। এছাড়া ২০২০ সালে ভারতের উইমেন'স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভেলোসিটিরও হয়ে খেলেছিলেন।

আগামী ৭ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর। যেটির পর্দা নামবে ২০২৪ সালে ২৪ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।