ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আমার আরও দায়িত্ব নিতে হতো : সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
আমার আরও দায়িত্ব নিতে হতো : সাকিব

এশিয়া কাপে হতাশার শুরু হয়েছে বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ বড় ব্যবধানে হেরে গেছে তারা।

শুরুতে ব্যাট করে স্রেফ ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে ৬৬ বল আগেই রান তাড়া করে ফেলে লঙ্কানরা।  

এ ম্যাচে নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কোনা ব্যাটারই দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ১১ বল খেলে ৫ রান করে আউট হন অধিনায়ক সাকিব আল হাসান। পাথিরানার বাউন্সার কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ম্যাচের পর দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন সাকিব।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘হ্যাঁ, উইকেটটা তিনশ রান করার মতো ছিল না। কিন্তু আমাদের খেলাটা জমিয়ে তুলতে ২২০-৩০ রান করতে হতো। (তামিম ইকবাল ও লিটন দাসের অনুপুস্থিতিতে) আমার আরও দায়িত্ব নিতে হতো, সেটি আমি করতে পারিনি। কিন্তু আমরা ব্যাটিং ইউনিট হিসেবেও ভালো করতে পারিনি। সামনে আমাদের একটা বড় ম্যাচ আছে। ’ 

‘খেলার শুরুর দিকে আমরা অনেক স্নায়ুচাপে ছিলাম, কিন্তু আমরা ব্যাটিং চালিয়ে গেছি। ২০তম ওভারে এসে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। এশিয়া কাপে এটাই ছিল আমাদের প্রথম ম্যাচ, ভিন্ন কন্ডিশনে। ’

বোলিংয়েও শুরুতে আশা দেখা গিয়েছিল বাংলাদেশ। ৪৩ রানে তিন উইকেট তুলে নিয়েছিল শ্রীলঙ্কার। কিন্তু এরপর জুটি গড়ে ফেলে তারা। জয় পেতেও বেগ পেতে হয়নি। সাকিব বলছেন, তিন ব্যাটারকে ফেরানোর পর আরও উইকেট নেওয়ার দরকার ছিল তাদের।  

সাকিব বলেন, ‘তারা যখন ৩০ রানেই তিন উইকেট হারালো, আমরা জানতাম আরও কয়েকটা উইকেট দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি পাইনি। বোলার ও স্পিনাররা তাদের কাজটা লম্বা সময় ধরেই করেছে, কেবল পুঁজি হিসেবে আমাদের যথেষ্ট রান ছিল না। ’ 

বাংলাদেশ সময় : ২৩৩৮ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।