ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শাহিন-নাসিমদের সামলাতে যা করবেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
শাহিন-নাসিমদের সামলাতে যা করবেন কোহলি

শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ- পাকিস্তানের এই পেস অ্যাটাক যেকোনো ব্যাটারের জন্যই ভীতি জাগানিয়া। এশিয়া কাপে নেপালের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন তারা।

তাই তাদের মোকাবেলা করতে মাঠে নিজের সেরাটা নিয়েই আসতে হবে বলে জানালেন বিরাট কোহলি।

চার বছর পর আগামীকাল ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আর পাকিস্তানকে পেলেই জ্বলে ওঠেন কোহলি। ১৩ ওয়ানডেতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৫৩৬ রান করেছেন তিনি। বরাবরের মতো কালও মহারণে নজর থাকবে তার দিকে। তবে এর আগে পাকিস্তানের বোলিং লাইনআপ নিয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিলেন ডানহাতি এই ব্যাটার।  

কোহলি বলেন, ‘আমি মনে করি বোলিং বিভাগ তাদের শক্তি। এবং তাদের বেশ কয়েকজন ইম্প্যাক্টফুল বোলার রয়েছে যারা যে কোনো সময় তাদের দক্ষতায় ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। তাই তাদের মোকাবেলা করার জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হবে। ’

গত ডিসেম্বর থেকে ওয়ানডেতে দারুণ ফর্মে কোহলি।  ১৩ ম্যাচে ৫০ এর বেশি গড়ে ৫৫৪ রান করেছেন তিনি। তবে বছরের পর বছর তার খেলার ধরনে অনেকটা পরিবর্তন এসেছে। এমনকি ৩৪ বছর বয়সেও নিজেকে ভেঙে গড়তে দ্বিধাবোধ করেন না তিনি।

কোহলি বলেন,‘আমি কেবল চেষ্টা করি কীভাবে আমার খেলা উন্নত করা যায়। প্রতিনিয়ত আমি বোঝার চেষ্টা করি কোথায় উন্নতি করতে পারি। প্রতিদিন, প্রত্যেকটা অনুশীলনে, প্রতি বছর এবং প্রতি মৌসুমে এই ভাবনাই আমাকে এতদিন ধরে ভালো খেলতে এবং আমার দলের হয়ে পারফর্ম করতে সাহায্য করেছে। ’ 

‘প্রতিদিন আমি নিজেকে প্রশ্ন করি কীভাবে দলকে সাহায্য করতে পারি। আমি মনে করি, এই মানসিকতা ছাড়া ধারাবাহিক পারফর্ম করা যায় না। কারণ পারফরম্যান্সই যদি একমাত্র লক্ষ্য থাকে, তাহলে আত্মতুষ্টিতে ভুগে কঠোর পরিশ্রম করা বন্ধ করে দেবেন আপনি। পরিশ্রমের কোনো সীমা নেই। ’

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।