ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টিম ডিরেক্টর হয়ে বিশ্বকাপে যাচ্ছেন সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
টিম ডিরেক্টর হয়ে বিশ্বকাপে যাচ্ছেন সুজন

বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে বড় স্বপ্ন নিয়ে। কোচিং স্টাফের তালিকাটাও বেশ লম্বা।

জাতীয় দলের সঙ্গে যোগ হচ্ছেন আরও একজন। টিম ডিরেক্টর হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। এ বিষয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছে না বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলানিউজকে বলেন, ‘যখন যায়, তখন দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে। ’

এর আগে নানা সময়েই জাতীয় দলের সঙ্গে বিভিন্ন পদে থেকে কাজ করেছেন সুজন। সর্বশেষ গত বছর ডিসেম্বরে ছিলেন টিম ডিরেক্টর। যদিও সাম্প্রতিক সময়ে তিনি জানিয়েছিলেন, জাতীয় দলের সঙ্গে কাজে ফিরতে তৈরি নন তিনি। ফের টিম ডিরেক্টর হওয়ার পেছনে বিসিবি সভাপতির কথা ফেলতে পারেননি বলে ক্রিকবাজকে জানান সুজন।  

তিনি বলেন, ‘পাপন ভাই আজকে সকালো আমাকে কল দিয়েছিল। উনি বললো আমার নাম বিশ্বকাপের জন্য টিম ম্যানেজম্যান্টের তালিকায় রেখেছে। আমার পক্ষে উনাকে না বলা সম্ভব না। ’

চন্ডিকা হাথুরুসিংহের হেড কোচ হিসেবে প্রথম দফায়ও তার সঙ্গে কাজ করেছেন খালেদ মাহমুদ। তাদের দুজনের মধ্যে ভালো বোঝাপড়ার কথাও শোনা যায়। রাসেল ডমিঙ্গোর সময়ে তিনি দায়িত্ব ছাড়লেও কাজ করেছেন টি-টোয়েন্টিতে টেকনিক্যাল ডিরেক্টর হয়ে আসা শ্রীধরন শ্রীরামের সঙ্গে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।