ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে

এশিয়া কাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভারত-পাকিস্তান মহারণ। কিন্তু বৃষ্টির কারণে ভেসে যায় গ্রুপ পর্বের এই ম্যাচটি।

তাই সুপার ফোরেও যেন একই পরিণতি না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সুপার ফোরে আগামী ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সেদিন বৃষ্টির সম্ভাবনা ৯০ ভাগ। কোনো কারণে সেদিন আয়োজিত না হলে খেলা রিজার্ভ ডে'তে গড়াবে।

এক বিবৃতিতে এসিসি জানায়, '১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত ও পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলা চলাকালীন যদি প্রতিকূল আবহাওয়া বাধা সৃষ্টি করে। তাহলে স্থগিত হওয়া ম্যাচটি ১১ সেপ্টেম্বর গড়াবে। '

সুপার ফোরে শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচেই রিজার্ভ ডে দেওয়া হয়েছে। এছাড়া ফাইনালেও থাকবে রিজার্ভ ডে। এদিকে বৃষ্টির সম্ভাবনার কারণে সুপার ফোরের ম্যাচগুলো কলম্বো থেকে হাম্বানটোটায় সরানোর গুঞ্জন উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সূচি পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয় এসিসি। দুই দিন বিরতির পর কাল শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ দিয়ে আবার শুরু হবে সুপার ফোরের খেলা।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এএইচএস
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।