ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জীবন পাওয়া নিসাঙ্কাকে ফেরালেন শরিফুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
জীবন পাওয়া নিসাঙ্কাকে ফেরালেন শরিফুল

মুশফিকুর রহিমের ক্যাচ মিসের সুবাদে নতুন জীবন পেয়েছিলেন পাথুম নিসাঙ্কা। কিন্তু তাতে খুব বেশিক্ষণ টিকতে পারলেন না এই ওপেনার।

ব্যক্তিগত ৪০ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে ম্যাচে ফেরান শরিফুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৩ রান। কুশল মেন্ডিস ৪৬ ও সাদিরা সামারাবিক্রমা ৩ রানে ব্যাট করছেন।

শনিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও আগে ব্যাটই করতে চেয়েছিলেন। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে সতর্ক শুরু করেছিলেন দুই ওপেনার নিসাঙ্কা ও করুনারত্নে। দারুণ বোলিং করতে থাকা বাংলাদেশি পেসারদের ভালোই সামলাচ্ছিলেন তারা।

যদিও ইনিংসের প্রথম ওভারেই উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারি সোজা আঘাত হানে পাথুম নিসাঙ্কার প্যাডে। এলবিডব্লিউ আবেদনের সঙ্গে সঙ্গেই আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে সফল হন নিসাঙ্কা। তাই প্রথম উইকেটের জন্য বাংলাদেশের অপেক্ষা কিছুটা বেড়ে যায়। যার অবসান ঘটে হাসান মাহমুদের হাত ধরে। ইনিংসের ষষ্ঠ ওভারে দিমুথ করুনারত্নেকে শিকার করে ব্রেক থ্রু এনে দেন ডানহাতি এই পেসার। ভাঙে ৩৪ রানের উদ্বোধনী জুটি।  

করুনারত্নে অবশ্য কিছুটা আগ্রাসী ছিলেন। কিন্তু ১৭ বলে ৩ চারে ব্যক্তিগত ১৮ রানেই ফিরতে হলো তাকে। ব্যাক অফ লেংথে করা হাসানের দুর্দান্ত ডেলিভারিটি তার ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। করুনারত্নে সাজঘরে ফেরায় তাই ব্যাটিংয়ে নামতে হয় কুশল মেন্ডিসকে।

শুরুর ধাক্কা সামলে মেন্ডিসকে নিয়ে এগোতে থাকেন নিসাঙ্কা। কিন্তু ১৯তম ওভারে তাকে নতুন জীবন দেন মুশফিক। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সহজ ক্যাচটি লুফে নিতে পারেননি এই উইকেটরক্ষক। নিসাঙ্কা তখন ব্যাট করছিলেন ৩৬ রান। কিন্তু এরপর কেবল ৪ রানই যোগ করতে পারেন এই ওপেনার। তাকে ফিরিয়ে ৭৪ রানের জুটি ভাঙেন শরিফুল।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।