ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে ভারত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।

 

পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে ভারত সেই একাদশের ১০ জনই থাকছেন অপরিবর্তিত। কেবল এক পরবর্তন এসেছে। শার্দুল ঠাকুরের বদলে আজ খেলবেন অক্ষর প্যাটেল। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই আজ মাঠে নামছে শ্রীলঙ্কা।  

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটকিপার), দিমুথ করুনারাত্নে, সাদিরা সামাভিকরামা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।