ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভারতীয় কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভারতীয় কোচ

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। কিন্তু বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের।

তাই সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য। এর আগে বাংলাদেশের প্রশংসায় মেতে উঠলেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।

পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে এশিয়া কাপে আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ মিলে শিকার করেছেন ২০ উইকেট।

তাদের নিয়ে মামব্রে বলেন, ‘বাংলাদেশ অনেক প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ দল। গত কয়েক বছরে তারা অনেক প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে। তাদের মানসম্পন্ন ফাস্ট বোলার উঠে আসছে। গত বিশ্বকাপেও তাদের বিপক্ষে খেলার সময় দেখেছি। তাদের এখন ভালো ভালো পেসার আছে। ’

ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না মামব্রে। তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রত্যেক দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও। ’

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।