ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের প্রশংসায় কোহলি-পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
সাকিবের প্রশংসায় কোহলি-পান্ডিয়া

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। অভিষেকের পর বেশ অল্প সময়েই নিজের ছাপ রেখেছেন তিনি।

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে গড়েছেন একের পর এক রেকর্ড। অলরাউন্ডার হিসেবে তার জুড়ি নেই। এর পাশাপাশি দলকে দিয়ে যাচ্ছেন নেতৃত্ব।

যদিও তার অধিনায়কত্বে এবারের এশিয়া কাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এক ম্যাচ হাতে রেখেই ছিটকে যেতে হয়েছে শিরোপা লড়াই থেকে। সেই নিয়মরক্ষার ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে সাকিবের প্রশংসায় মেতে উঠলেন ভারতের বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, 'সাকিব বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার। বছরের পর বছর ধরে আমি তার সঙ্গে অনেক খেলেছি। বলের ওপর তার নিয়ন্ত্রণ বেশ অসাধারণ। তিনি যেভাবে গতির পরিবর্তন করেন কখনো সাইড আর্ম অ্যাকশন, আবার কখনো হাই আর্ম অ্যাকশন বল করা এবং নতুন বলে অসাধারণ বোলিং করেন। ব্যাটারকে বোকা বানাতে পারেন তিনি এবং খুবই ইকোনমিক্যাল বোলিং করেন। তাই তিনি খুব অভিজ্ঞ বোলার এবং এমন বোলারদের বিপক্ষে নিজের সেরাটা দিতে হয়। সেটা না করলে, তিনি চাপ বাড়াতে থাকবেন এবং তাতে আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। '

পান্ডিয়ার মতে, সাকিব নিজের খেলা সম্পর্কে ভালো বোঝেন। তিনি বলেন, 'সাকিব খুবই স্ট্রিট স্মার্ট বোলার ও ক্রিকেটার। বেশ লম্বা সময় ধরে বাংলাদেশকে নিজের কাঁধে নিয়ে চলছেন। একইসঙ্গে নিজের খেলা সম্পর্কে ভালো জানেন। আমি মনে করি এটাই তাকে সফল হতে সাহায্য করেছে। '

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।