ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবা হারালেন পেসার রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
বাবা হারালেন পেসার রুবেল হোসেন

বাবা হারিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। রোববার সকালে বাবা সিদ্দিকুর রহমানের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন এ পেসার।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা রুবেল ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই… সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন। ’

অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন রুবেলের বাবা। আগেও তিনি তার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। প্রায়ই বাবার সঙ্গে ছবি দিয়ে আবেগী পোস্ট করতেন রুবেল।  

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় এই পেসারের। এরপর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৬, ওয়ানডেতে ১২৯ ও টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি। বাংলাদেশের বহু বড় জয়ের সাক্ষীও হয়েছেন তিনি।

বাংলাদেশ সময় : ১১৫৯ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।