ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন হৃদয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন হৃদয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরকে সামনে রেখে ইতোমধ্যে তারকা খেলোয়াড়দের নিয়ে দল সাজাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে।

বিপিএলের পরবর্তী আসর মাঠে গড়াবে আরও তিন মাস পর। এর আগেই সরাসরি চুক্তির মাধ্যমে তাওহীদ হৃদয়কে দলে ভেড়ালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। তারা লিখেছে, 'অপেক্ষার প্রহর শেষ! তাওহীদ হৃদয় এখন আনুষ্ঠানিকভাবে ভিক্টোরিয়ান্স পরিবারের সদস্য। '

এর আগে অবশ্য ৩ তারকা ক্রিকেটারকে ধরে রাখার খবর জানায় কুমিল্লা। গত আসরে ফ্যাঞ্চাইজিটির হয়ে খেলা লিটন দাস, মুস্তারিজুর রহমান ও তানভীর ইসলামকে ধরে রেখেছে ভিক্টোরিয়ান্সরা।

এবারের আসর মাঠে গড়াবে আগামী জানুয়ারীর শুরুর দিকে। তার আগে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।