ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকেও সমান গুরুত্ব দিচ্ছে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
বাংলাদেশকেও সমান গুরুত্ব দিচ্ছে ভারত

ভারতের পুনে থেকে: অনুশীলনের আগে সংবাদ সম্মেলন। বের হওয়ারও তোড়জোড় বেশ।

ভারত ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জানার যে অনেক কিছু আছে। রাহুল দ্রাবিড় কিংবা রোহিত শর্মা...এমন ভাবনা নিয়ে গিয়ে অবশ্য শেষ অবধি পেতে হয়েছে হতাশা।  

বোলিং কোচ পরশ মামব্রে এসেছেন সংবাদ সম্মেলনে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়েও কথা বলেছেন তিনি। এই বিশ্বকাপে বাংলাদেশ তিন ম্যাচের দুটিতেই হেরেছে, ভারতের জয় সবগুলোতে। এই টুর্নামেন্ট শেষ ক’দিনে দেখেছে দুটি ‘আপসেট’। বাংলাদেশের বিপক্ষে কি তাই ভারত একটু বাড়তি সতর্কও থাকবে?

উত্তরে পরশ বলেছেন, ‘সত্যি বলতে আপনি যখন বিশ্বকাপ খেলবেন, প্রতিটা দলই চ্যালেঞ্জ জানাবে। আমাদের দিক থেকে কোনো দলই কোনো দলকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। যেকোনো কিছু হতেই পারে। কিন্তু আমাদের দিক থেকে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ’

‘কারণ আমরা একমাত্র দল যারা নয়টা দল ও নয়টা আলাদা জায়গায় খেলবো। যেটা আমাদের আলাদা চ্যালেঞ্জ দেবে। আমরা এর জন্য প্রস্তত থাকতে চাই। প্রতিপক্ষ বাংলাদেশ বা নেদারল্যান্ড হতে পারে, আমরা তাদেরকে একই রকম গুরুত্ব দিচ্ছি। ’

এমনিতে ভারতের বিপক্ষে সাম্প্রতিক লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে। শেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে দল। হারিয়েছে সর্বশেষ এশিয়া কাপেও। তবুও বিশ্বকাপের ম্যাচটির আগে পরিষ্কারভাবেই ভারত এগিয়ে। বাংলাদেশের কাছে হারলে সেটি কি ‘আপসেট’ হবে? 

ভারতের বোলিং কোচের জবাব, ‘এটা একটা খেলা। যাই ফল আসুক, পরিকল্পনা অনুযায়ী সক্ষমতার সেরা প্রয়োগ যে করবে সেটা হবে। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। একটু আগে যেমন বলেছি প্রতিটা ম্যাচ ও প্রতিপক্ষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ’

‘আমরা ওই দিকটাতে দেখছিই না (আপসেট হবে কি না)। আমরা নজর দিচ্ছি কী করতে পারি ও এই ম্যাচ থেকে কী অর্জন করা যায়। আমাদের পরিকল্পনা আছে, সেটা প্রয়োগ করতে পারলে জিতবো। এটা নিয়েই দলের মধ্যে কথা হচ্ছে। প্রতিপক্ষ নিয়ে কিছু না। ’

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।