ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে অসুস্থ হাসান আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে অসুস্থ হাসান আলী

প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের জন্য শেষ চারটি ম্যাচে জয়ের বিকল্প।

সেই লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। কিন্তু ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন পেসার হাসান আলী।

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম ২ ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল পাকিস্তান ক্রিকেট দল। এরপর শুরু হয় ক্রিকেটারদের অসুস্থতার সঙ্গে দলীয় ব্যর্থতা। জ্বরে ভোগেন একাধিক ক্রিকেটার, সঙ্গে হ্যাটট্রিক হার পাকিস্তানের। টালমাটাল গোটা দল। এর মধ্যে নতুন করে জ্বরে ভুগছেন হাসান।

ফলে শেষ চারের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে কিছুটা হলেও শক্তি কমল দলটির। ৫ ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেট দলের অপর দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের থেকে ভালো। হাসানের বদলে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।