ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আন্ডারডগ’ তকমার প্রতি অভিযোগ নেই নিউজিল্যান্ড অধিনায়কের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
‘আন্ডারডগ’ তকমার প্রতি অভিযোগ নেই নিউজিল্যান্ড অধিনায়কের

বিশ্বকাপ আসে-যায়, কিন্তু আন্ডারডগের তালিকা থেকে মুছে না নিউজিল্যান্ডের নাম। অথচ বিশ্বকাপে ধারাবাহিকতার বললে পরিসংখ্যানে তাদের নামই সবার উপরে আসবে।

এনিয়ে টানা পাঁচবার আসরটির সেমিফাইনাল খেলছে তারা। গত দুই আসরে তো ফাইনালই খেলেছে। এবারও সেদিকে চোখ রেখে আগামীকাল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে তারা।

তবে আন্ডারডগ তকমাটি নিয়ে অনুযোগ নেই কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের। সেটা সাদরে গ্রহণ করেছেন তিনি। তবে মাঠের লড়াইয়ে যে আন্ডারডগ কিংবা ফেভারিট বলে কিছু থাকে না, সেটা মনে করিয়ে দিলে আরেকবারও।

উইলিয়ামসন বলেন, 'হ্যাঁ, আপনারা যা লেখেন, তাতে খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তবে সেটা ঠিক আছে। ভারত অসাধারণ খেলছে। সবচেয়ে ভালো দল না হলেও অন্যতম সেরা দল তাদের বলাই যায়। তবে আমরাও জানি, নিজেদের দিনে যদি সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে এটি অবশ্যই আমাদের সেরা সুযোগ এনে দেবে এবং শেষ সময়ে এসে যেকোনো কিছু হতে পারে। '

গ্রুপ পর্বে ৯ ম্যাচের ৯টিতেই জিতেছে স্বাগতিক ভারত। অন্যদিকে আসরের শুরুটা দারুণ করলেও শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। তবে নকআউট পর্বে সব শূন্য থেকেই শুরু হবে জানালেন উইলিয়ামসন।

কিউই অধিনায়ক বলেন, 'আমরা জানি খুবই চ্যালেঞ্জ হতে যাচ্ছে এটি। তারা (ভারত) এমন একটি দল যারা খুব ভালো খেলছে, তবে আমরা এটাও জানি নকআউট পর্বে সবকিছু নতুনভাবে শুরু হয় এবং এটি নির্ভর করছে নির্দিষ্ট দিনের ওপর। '

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।