গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর মাঠে নামা হয়নি আনরিখ নরকিয়া। তবে তাকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা ১০ ক্রিকেটার আছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে। কুঁচকির ইনজুরি থেকে সেরে না ওঠায় রাখা হয়নি গেরাল্ড কুটসিয়াকে।
দল নিয়ে হেড কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমরা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দলটি ধরে রাখতে পেরেছি এবং এর পাশাপাশি নতুন প্রতিভাও যোগ হয়েছে। আইসিসি ইভেন্টগুলোতে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে আমরা পরের পর্যায়ে যেতে সক্ষম। ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে আমরা লড়াই করতে উদ্গ্রীব। ’
টুর্নামেন্টে প্রোটিয়াদের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই সঙ্গ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারেজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।
বাংলাদেশ সময়:১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫