ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত

ইনজুরিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।  পারিবারিক কারণে ছুটি চেয়েছেন সহ-অধিনায়ক লিটন দাস।

তাই নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক ঠিক করতেই নানা ঝামেলায় পড়তে হয়েছে বিসিবিকে। দিনশেষে অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

আজ সংবাদমাধ্যমে বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে অধিনায়কত্ব করবেন শান্ত। ’ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।

এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে প্রবেশ করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজে অংশ নিতে ২১ অথবা ২২ নভেম্বর বাংলাদেশে আসার কথা কিউইদের। জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের জন্য আজই দল ঘোষণা করবে বিসিবি।

 

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।