ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনকে ‘জোর’ করে খেলাতে চায় না বিসিবি, পেয়েছেন এক মাসের ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
লিটনকে ‘জোর’ করে খেলাতে চায় না বিসিবি, পেয়েছেন এক মাসের ছুটি

বিশ্বকাপ ভরাডুবির পর এখন কয়েকদিনের বিশ্রামে আছেন ক্রিকেটাররা। কয়েকজনের অবশ্য ব্যস্ততা শুরু হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগে।

ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ফের ক্রিকেটে ফিরবে জাতীয় দল।

এই সিরিজে ইনজুরির কারণে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের না থাকা নিশ্চিত হয়েছিল আগেই। এবার জানা গেল, খেলবেন না লিটন দাসও। সদ্য কন্যা সন্তানের বাবা হয়েছেন এই ওপেনার। তাকে ও স্ত্রীকে সময় দিতে ছুটি চান লিটন। শুরুতে রাজি না হলেও পরে তার চাওয়ায় রাজি হতে হয়েছে বিসিবিকে।

এ নিয়ে শনিবার মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘লিটন এক মাসের ছুটি চেয়েছে। দুটি টেস্ট খেলবে না। যে দুইটা টেস্ট আছে। সে চাচ্ছে পরিবারকে সময় দিতে। সেজন্য সে বলেছে এক মাস একান্তভাবে তার পরিবারের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা বলেছি ঠিক আছে। কারণ এখন যদি বলি তোমার খেলতে হবে...কোনো খেলোয়াড়কে তো জোর করে খেলানো যাবে না। ’

'আমরা বলেছিলাম তুমি প্রথম টেস্টটা খেলো না, দ্বিতীয়টা খেলো। ও বলেছে নতুন জন্ম নেওয়া শিশু ও স্ত্রীকে একমাস সময় দিতে চায়। যখন বারবার বলেছে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার ছুটি এপ্রুভ করবো। ’

ঘরের মাঠে দুটি টেস্ট খেলার পর আবার নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তখন খেলবে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি। ওই সিরিজে কি লিটনকে পাওয়া যাবে? এমন প্রশ্নের উত্তরে একরকম ক্ষোভই উগড়ে দেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।

জালাল ইউনুস বলেন, ‘কোনো খেলোয়াড় যদি নিজে থেকে বলে যে আমি খেলবো না, খেলতে চাই না। তাকে আপনি জোর করে জাতীয় দলে খেলাতে পারবেন না। জাতীয় দলে খেলতে হলে এই পেশাদারিত্বটা তার হৃদয় থেকে আসতে হবে যে আমি দেশের ও দলের হয়ে খেলবো। যদি কেউ বলে আমি খেলবো না বা খেলতে চাই না। তাকে জোর করে খেলানো যায় না। ’

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।