ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তলানিতে থেকে আসর শেষ করল চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
তলানিতে থেকে আসর শেষ করল চ্যাম্পিয়ন রংপুর ফাইল ছবি

এক ম্যাচ আগেই রংপুর শিরোপা খুইয়েছিল ঢাকার কাছে। শেষ ম্যাচেও হারতে হলো তাদের।

টায়ার-১ এর পয়েন্ট টেবিলে সবার শেষের অবস্থানটাও নিশ্চিত হয়েছে তাতে। আগের আসরের চ্যাম্পিয়ন থেকে রংপুরকে এবার নেমে যেতে হচ্ছে টায়ার-২তে। এই স্তরের চ্যাম্পিয়ন হয়ে চট্টগ্রাম আগামী মৌসুমে খেলবে টায়ার-১ এ।  

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে রংপুর। প্রথম ইনিংসে কেবল ১২৫ রানে অলআউট হয়ে যাওয়া সিলেট দ্বিতীয় ইনিংসে করে ৪৪২ রান, সেঞ্চুরি পান শামসুর রহমান শুভ। হাফ সেঞ্চুরি আসে নাসুম আহমেদ ও জাকের আলী অনিকের ব্যাট থেকে।  

৩৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নাসুমের তোপে ১৮৫ রানে অলআউট হয়ে যায় রংপুর। ১৬ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৬ উইকেট নেন নাসুম। রেজাউর রহমান রাজা দুই উইকেট পান। রংপুরের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে তানভীর হায়দারের ব্যাট থেকে।  

টায়ার-১ এর আরেকটি ম্যাচে ঢাকা মেট্টো ও ঢাকা বিভাগের ম্যাচ ড্র হয়েছে। প্রথম দুই দিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে কোনো বল মাঠে গড়ায়নি। ম্যাচের তৃতীয় দিনে এসে ১৭ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ৭৭ রান তুলে মেট্টো। ৩ উইকেটে ১৮০ রান করে ইনিংস ঘোষণা করে তারা।

জবাবে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। ওয়ানডে মেজাজে খেলে ১১২ বলে ১০০ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। পরে ঢাকা মেট্টো এক ওভার ব্যাটিং করার পরই দিনের খেলা শেষ হয়।  

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।