ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাত্র ২ জন সাংবাদিক দেখে অবাক ভারতীয় অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
মাত্র ২ জন সাংবাদিক দেখে অবাক ভারতীয় অধিনায়ক

মাত্র ২ জন সাংবাদিক!

সংবাদ সম্মেলনে এমনি বিস্ময় প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ঘরের মাঠে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত।

তার আগে গতকাল অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।  

ভারতীয় অধিনায়ক এসেই দেখতে পান তার জন্য অপেক্ষা করছেন মাত্র ২ জন সাংবাদিক। তাই কেবল ৪ মিনিটেই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। অন্যদিকে অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের সংবাদ সম্মেলন বাতিলই করতে হয়। কারণ কোনো সাংবাদিকই আসেননি।

অথচ গত শনিবার বিশ্বকাপ ফাইনালের আগের দিন রোহিত শর্মার সংবাদ সম্মেলনে আহমেদাবাদের মিডিয়া রুমে সবাইকে জায়গা দেওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সে দিন গোটা দেশ থেকে সাংবাদিকেরা হাজির হয়েছিলেন। ভারতের অধিনায়কেরা সাধারণত লম্বা সংবাদ সম্মেলনেই অভ্যস্ত। প্রশ্নবানে জর্জরিত হয়ে পড়েন অনেকে। বোর্ডের মিডিয়া ম্যানেজারকে কার্যত তটস্থ থাকতে হয়। সবাই যাতে প্রশ্ন করার সুযোগ পান সেটা খেয়াল রাখতে হয়। কিন্তু বিপরীত চিত্রই দেখা গেল গতকাল বিশাখাপত্তনমে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।