ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অশ্বিনকে অবাক করেছিল অস্ট্রেলিয়ার কৌশল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
অশ্বিনকে অবাক করেছিল অস্ট্রেলিয়ার কৌশল

নিজের অন্যতম প্রিয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে সিরিজ খেলেই জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপ দলে।

আসরের প্রথম ম্যাচেও অজিদের নাকানিচুবানি খাওয়ান তিনি। কিন্তু এরপর বিশ্বকাপের বাকিটা পথ ড্রেসিংরুমেই কাটাতে হয় রবিচন্দ্রন অশ্বিনকে। এমনকি ফাইনালেও তাকে একাদশে নেয়নি ভারত।

না খেললেও ফাইনাল নিয়ে নিজের ইউটিউবে ভিডিও প্রকাশ করেন অশ্বিন। অস্ট্রেলিয়ার কৌশল নিয়ে রীতিমত বিস্মিত হয়েছিলেন ডানহাতি এই অফস্পিনার। ভেবেছিলেন টস জিতে আগে ব্যাটিং নেবেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু হলো উল্টো। আর সেই কৌশলেই ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

অশ্বিন বলেন, ‘অস্ট্রেলিয়া আমাকে ব্যক্তিগতভাবে সম্পূর্ণ অবাক করে দিয়েছে। আমি মিড ইনিংসের সময় জর্জ বেইলির সঙ্গে কথা বলেছিলাম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন আপনি আগের মতো ব্যাট করেননি? ’

জবাবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা আইপিএল এবং দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি। এখানে অনেকবার- লাল মাটি দিয়ে তৈরি পিচগুলোর ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, তবে কালো মাটি দিয়ে তৈরি পিচগুলোর ক্ষেত্রে এমনটা হয় না এবং এটি আলোর নীচে আরও ভালো হয় - লাল মাটিতে শিশির কোনও প্রভাব ফেলে না, তবে কালো মাটিতে বিকেলে ভালো প্রভাব ফেলে এবং তারপরে রাতে এটি দেখা যায়। সেই সময়ে এই পিচ কংক্রিটে পরিণত হয়ে যায়। এটি আমাদের অভিজ্ঞতা। ’

বেইলির কথা শুনে হতভম্ব হয়ে পড়েন অশ্বিন। ভিডিওতে তিনি বলেন, ‘শুধু দেখলাম এখানে কী ঘটছে এবং কেন তারা আইপিএলে এসেছে। তারা বিভিন্ন ভারতীয় পিচ নিখুঁতভাবে পড়তে সক্ষম হয়েছে। ভারতের বিভিন্ন জাগায় ভিন্ন ভিন্ন মাটি থাকে—কালো মাটি, একটু কম কালো মাটি, কালো, কাদামাটি ও লাল মাটির মিশ্রণ, একেবারে লাল মাটি, বালুমিশ্রিত লাল মাটি, আরও অনেক কিছু। এক আহমেদাবাদেই তিন-চার ধরনের মাটির পিচ আছে। ফলে জর্জ বেইলি পিচ নিয়ে আমাকে যা বলেছে, তাতে আমি হতবাক হয়ে গেছি। ’

বাংলাদেশ সময় : ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।