ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আউটের প্যাটার্ন একইরকম’, লিটনকে নিয়ে লিপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
‘আউটের প্যাটার্ন একইরকম’, লিটনকে নিয়ে লিপু

অফ ফর্মটা তার অনেকদিনেরই। বিপিএলেও শুরুতে রান করতে পারছিলেন না লিটন দাস।

সবশেষ ম্যাচে অবশ্য ঢাকা ক্যাপিটালসের হয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেন। তবে তার ওয়ানডে অফ ফর্মের দায়টা চোকাতেই হয়েছে।  

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে লিটনকে রাখা হয়নি। তাকে বাদ দিয়ে রোববার নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর তার বাদ পড়া নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

মিরপুরে তিনি বলেন, ‘আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, ক্রিজ অকুপাই করতে পারছে না। স্ট্রাইক রেট বাড়ছে। তিন নম্বর এক্সপোজ হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই। ’ 

‘দ্বিতীয়ত সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে। এই দুজনই সম্ভবত ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। তার ক্লাস নিয়ে সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের এক্সপার্টিসরা কাজ করার সুযোগ পাবে এই সময়ে। ’

সবশেষ ১৫ মাস ও ১৩ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই লিটনের। শেষ সাত ম্যাচের তিনটিতে আউট হয়েছেন শূন্যতে, সর্বোচ্চ ছিল ৬ রান। এমন ফর্মে থাকলেও লিটনের অতীতের পারফরম্যান্স প্রসঙ্গ উঠে আসে। বিশেষত আইসিসি টুর্নামেন্টগুলোতে ভালো করেছেন তিনি।

এ নিয়ে লিপু বলেন, ‘আগের ইতিহাস অবশ্যই দেখা হয়। নিকট অতীত বেশি দেখা হয়। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব ম্যাচেই রান করেছি। দুই ম্যাচে তিনশ পেরিয়েছি। উইকেট খুব ভালো ছিল। সেখানেও (লিটন) ফেইল করায় তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। ’

‘আমরা রাওয়ালপিন্ডিতে খেলব। খুব ভালো ব্যাটিং উইকেট। নিউ জিল্যান্ড ৩৩৬ করেও হেরে গেছে। টপ অর্ডারই রান করেছে। অর্থাৎ ওপর থেকেই রান আসতে হবে। তাই আউট অব ফর্ম কাউকে ক্যারি করতে পারছি না আমরা। টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও কঠিন চ্যালেঞ্জ থাকবে। ’

লিটনের জায়গায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনের। কিন্তু এই ওপেনারের এখনও অভিষেক হয়নি ওয়ানডেতে। অভিজ্ঞতা বলতে জাতীয় দলের হয়ে সাতটি টি-টোয়েন্টি খেলা। তবুও তাকে বেছে নেওয়া হলো কেন?

উত্তরে লিপু বলেন, ‘ওর হয়তো বড় কোনো অবদান নেই। তবে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা খুঁজছি...পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং, সেটা ওর মধ্যে আছে। বিকল্প কাউকে লাগলে সে (তানজিদ-সৌম্যর মতো) একই টেম্পোতে খেলতে পারবে। দলকে জেতাতে মূল লক্ষ্য ঠিক রাখতে সে সবসময় আক্রমণাত্মক থাকে। এটা একটা বড় বিবেচনার বিষয়। সামনে হয়তো তিনি অবদান রাখতে পারবেন। তাই বড় টুর্নামেন্টে তাকে নেওয়া হয়েছে। ’ 

‘নির্বাচক কমিটি সাধারণত হস্তক্ষেপ করে না (একাদশে খেলানোর বিষয়ে)। কোচ ও অধিনায়ক মূল সিদ্ধান্ত নেয়। কখনও কখনও আমরা আলোচনায় যাই নির্দিষ্ট কোনো খেলোয়াড় নিয়ে। তানজিদ তামিমের যে এপ্রোচ, সেটার সঙ্গে মিল রেখে একজনকে খুঁজছি। তাই আমরা নতুন একজনকে সুযোগ দিচ্ছি। ’

বাংলাদেশ সময় : ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।