ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবিয়ান সফর থেকে ছিটকে গেলেন টং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
ক্যারিবিয়ান সফর থেকে ছিটকে গেলেন টং

ছিলেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। সেজন্য জশ টং প্রস্তুতি নিচ্ছিলেন ক্যারিবিয়ান সফরের।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজের স্কোয়াডেই নাম আছে তার। কিন্তু ইনজুরির কারণে ছিটকে যেতে হলো সিরিজ শুরুর আগেই।

ইংল্যান্ড 'এ' দলের অংশ হিসেবে আরব আমিরাতে অনুশীলন করছিলেন টং। সেখানেই চোটে পড়েন ডানহাতি এই পেসার। তার পরিবর্তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ম্যাথু পটকে দলে ডেকেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য টংয়ের বিকল্প হিসেবে এখনো কাউকে নেওয়া হয়নি।

গত গ্রীষ্মেই টেস্ট অভিষেক হয় টংয়ের। দুই ম্যাচে ১০ উইকেট নিয়ে ভালোই নজর কেড়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। কিছুদিন আগে দুই বছরের জন্য তাকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করে ইসিবি।  

এদিকে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে ক্যারিবিয়ান সফরে যাবে ইংল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ ডিসেম্বর থেকে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।