ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত বিশ্বকাপের পর বাংলাদেশে টেস্ট খেলতে মুখিয়ে রাচিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
দুর্দান্ত বিশ্বকাপের পর বাংলাদেশে টেস্ট খেলতে মুখিয়ে রাচিন

কী অসাধারণ একটা বিশ্বকাপই না কাটিয়েছেন রাচিন রবীন্দ্র! ১০ ম্যাচের তিনটিতে সেঞ্চুরি করে একশর বেশি স্ট্রাইক রেটে ৫৭৮ রান করেন তিনি। অথচ অধিনায়ক কেইন উইলিয়ামসন ইনজুরিতে না পড়লে হয়তো ঠিকঠাক সুযোগই মিলতো না তার।

 

দুর্দান্ত বিশ্বকাপ কাটানোর পর দুবাইয়ে কয়েকদিন কাটিয়ে রাচিন এখন বাংলাদেশে। দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন তিনি। প্রথম ম্যাচটি খেলতে কিউই দলের সঙ্গে এখন তিনি আছেন সিলেটে। সাদা বলের বিশ্বকাপের পর টেস্ট খেলতে মুখিয়ে আছেন, এমনটিই জানালেন রাচিন।  

শুক্রবার সিলেটে স্থানীয় সাংবাদিকদের জন্য পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটা একটা অবিশ্বাস্য ব্যাপার (বিশ্বকাপ)। আমার মনে হয় সবকিছু খুব দ্রুত হয়ে গেছে আর আমি এখন ‍খুবই সৌভাগ্যবান। দেখুন, এটা আসলে বুঝিয়ে দেয় দলের পরিবেশটা কেমন আর আমি কতটুকু স্বাধীনতা নিয়ে খেলেছি। সময়টা উপভোগ করেছি আর দলে অনেকদিন যারা আছে তাদের কাছে শিখেছি। আশা করি তাদের কাছ থেকে শেখাটা চালিয়ে যেতে পারবো। ’
 
‘আমাদের সাদা বলে বেশ ব্যস্ততাই গেছে। এখন আবার লাল বলে ফেরাটা মনে হয় উপভোগই করবো। কারণ এখানে আপনার ইন্টেন্ট দরকার হয়, আপনি সবসময় রান করার দিকে তাকিয়ে থাকেন। এটা আপনাকে রান করার ভালো সুযোগ করে দেবে। কিন্তু কন্ডিশন, পিচের ওপরও অনেক কিছু নির্ভর করে। ’

টেস্ট ক্রিকেট থেকে বছরখানেক দূরেই ছিলেন রাচিন রবীন্দ্র। সবশেষ ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে মাউন্ট মঙ্গুনই টেস্টে খেলেছিলেন রাচিন। ওই ম্যাচেও হেরেছিল তার দল। এখন আবার সুযোগ পেয়েছেন টেস্টে। এ নিয়েও রোমাঞ্চ ছিল তার কণ্ঠে।

তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই আমি আনন্দিত। টেস্ট ক্রিকেটে সবকিছুর উপরে। নিউজিল্যান্ডের হয়ে খেলার প্রতিটি সুযোগ, বিশেষ করে টেস্ট ম্যাচে খুব বিশেষ কিছু। কয়েক বছরের মধ্যে প্রথমবার টেস্ট ক্রিকেট খেলা নিয়ে আনন্দিত। এটা নিয়েও রোমাঞ্চিত কীভাবে আমার খেলাটা এই কয় বছরে বিবর্তিত হয়েছে। ’ 

‘টেস্টে ঘড়িতে তাকানোর দরকার নেই, খুব বেশি ঝুঁকি না নিয়েই নিজের স্বাভাবিক খেলাটা খেলা যায়। তবে কন্ডিশন ও উইকেট বুঝে খেলতে হয়। আমার মনে হয় কখনো কখনো আমরা এটাই বুঝতে পারি না টেস্টটা কত লম্বা। আপনার হাতে পাঁচদিন ৯০ ওভার করে আছে। তাই এখানে সময়ও আছে অনেক। আশা করি সাদা বলের শান্ত ভাবটা আমাদের লাল বলের খেলায়ও নিয়ে আসতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।