ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল ভারত

ভারতের শুরুটা হয় দারুণ। প্রথম তিন ব্যাটারের পঞ্চাশোর্ধ ইনিংসের পর রিংকু সিংয়ের ক্যামিওতে বড় লক্ষ্য পায় তারা।

জবাব দিতে নেমে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার টপ-অর্ডার। মিডল অর্ডার কিছু রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।  

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়েছে ভারত। আগের ম্যাচে ২ উইকেটে জয়ের পর এই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। থিরুভানানথাপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করে ১৯১ রান।

জায়সাওয়াল ও রুতুরাজের ব্যাটে দারুণ শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৭৭ রান। ঝড়ো এই ইনিংসটি ভাঙে জায়সাওয়াল বিদায় নিলে। ২৫ বলে ৫৩ রান করে উইকেট হারান এই ওপেনার। তিনে নেমে রুতুরাজের সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন কিশান। ঝড়ো ব্যাট চালাতে থাকা কিশান ৫২ রানে বিদায় নিলে ভাঙে এই জুটি। পঞ্চাশের দেখা পান রুতুরাজও। তবে আর ৮ রান যোগ করতেই ইলিসের শিকার হন তিনি। শেষদিকে নেমে ৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩১ রানের ক্যামিওতে ভারতকে বড় সংগ্রহ এনে দেন রিংকু।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট শিকার করেন ইলিস। বাকি উইকেটটি পান মার্কাস স্টয়নিস।

রান তাড়ায় খেলতে নেমে ১৯ রান যোগ করে বিদায় নেন ম্যাথিউ শর্ট। সমান রান করে সাঝঘরে ফেরেন ওপেনার স্মিথও। তিনে নেমে ২ রান করে ‍উইকেট হারান জস ইংলিস। চারে নামা ম্যাক্সওয়েল কেবল যোগ করতে পারেন ১২ রান। পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়েন স্টয়নিস ও টিম ডেভিড। তাদের ৮১ রানের জুটিটি ভাঙেন রবি বিষ্ণই। ৩৭ রান করে সাজঘরে ফেরেন ডেভিড।

পরের ওভারে উইকেট বিলিয়ে দেন স্টয়নিসও। ৪৫ রান করে তিনি ফেরেন প্যাভিলিয়নে। সাতে নেমে লড়ে যান ম্যাথু ওয়েড। তবে বাকিরা কেউ টিকতে পারেননি উইকেটে। শেষ পর্যন্ত ২৩ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন ওয়েড।  

ভারতের পক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন বিষ্ণই। ৪১ রান খরচায় সমান উইকেট পান প্রাসিধ কৃষ্ণাও। বাকি বোলাররা নেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।