ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-লিটনকে মিস করবে বাংলাদেশ, বলছেন নিউজিল্যান্ড অধিনায়কও

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
সাকিব-লিটনকে মিস করবে বাংলাদেশ, বলছেন নিউজিল্যান্ড অধিনায়কও

সাকিব আল হাসান দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়ক হওয়ার পর খেলেছেন চার ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু হওয়ার আগে ইনজুরিতে ছিটকে গেছেন তিনি।

পারিবারিক কারণে খেলবেন না লিটন দাসও। দুজন ছিলেন নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে।  

পারফর্মার হিসেবেও সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ করেছেন। ৮ ম্যাচ খেলে ৭৬৩ রানের সঙ্গে নিয়েছেন ২৬ উইকেট। চার ম্যাচ খেলে এক সেঞ্চুরিতে ২৬০ রান করেছেন। তাদের দুজনকে মিস করবে বাংলাদেশ, তাই মনে হচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদিরও।  
 
তিনি বলেন, ‘সাকিব লম্বা সময় ধরে বাংলাদেশের জন্য দুর্দান্ত ক্রিকেটার। লিটন ক্লাস ব্যাটার। আমাদের বিপক্ষে আগে সে ভালো করেছে। আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা মিস, তাদের পাচ্ছে না। একই সঙ্গে অন্য ছেলেদের জন্যও সুযোগ এগিয়ে এসে দুজনের শূন্য জায়গাটা নেওয়ার। ’

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয়টি একদমই ভালো কাটেনি তাদের। ১৩ ম্যাচের কেবল চারটিতে জিতে ষষ্ঠ স্থানে থেকে শেষ করে তারা। এবার অবশ্য দারুণ কিছু করে দেখানোর তাড়না সাউদির।

তিনি বলেন, ‘নতুন চক্র শুরু হওয়াটা রোমাঞ্চকর। এই জায়গা টেস্ট খেলার জন্য কঠিন। বাংলাদেশ এ ধরনের কন্ডিশনে ভালো খেলে। এ বছরের শুরুতে আমরা টেস্ট খেলেছিলাম। গত চক্রটা আমাদের জন্য পরিকল্পনা মতো কাটেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত ছেলেরা জানে এটা কত স্পেশাল। ’

‘ছেলেদের টেস্ট ক্রিকেট খেলার তীব্র আকাঙ্ক্ষা আছে। তারা বলে ক্রিকেটের চূড়া হচ্ছে টেস্ট। আমরা যখনই টেস্ট খেলি, এটা আমাদের জন্য স্পেশাল। আমরা এই ফরম্যাট ভালোবাসি ও প্রাধান্য দেই। ’

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।