ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রানাসিংহে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রানাসিংহে

বিশ্বকাপে ভালো পারফরম্যান্স না দেখানোয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ডের সবাইকে বরখাস্ত করে দেশটির রোশান রানাসিংহে। খেলায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পরবর্তীতে শ্রীলঙ্কা ক্রিকেটকে বরখাস্ত করে আইসিসি।

এবার দেশটির ক্রীড়ামন্ত্রী নিজেই পেলেন শাস্তি।  

আজ রোশানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আজ মন্ত্রীসভার বৈঠকে অংশ নিয়েছিলেন রোশান। সেখানেই তাকে ছাঁটাই সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এ খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটি জানায়, সোমবার সাপ্তাহিক ক্যাবিনেট মিটিংয়ের আগ মুহূর্তে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অংশগ্রহণের আগেই পদ হারানোর শঙ্কায় ছিলেন রোশান। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচ্ছন্ন করার কাজের জন্য আমাকে হত্যা করা হতে পারে, এমন আশঙ্কা করছি। যদি রাস্তায় আমাকে হত্যা করা হয়, তাহলে এর জন্য দায়ী থাকবেন রাষ্ট্রপতি এবং তার প্রধান কর্মচারী। ’

গত ১০ নভেম্বর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার সদস্যপদ কেড়ে নেয় আইসিসি। সংস্থাটি বৈঠক করে সেই নিষেধাজ্ঞা বহালও রাখে। যদিও নিজেদের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনার অনুমতি আছে তাদের।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।