ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের দুয়ারে উগান্ডা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের দুয়ারে উগান্ডা

জিম্বাবুয়ের পর এবার কেনিয়াকে হারিয়ে চমক দেখালো উগান্ডা। শুধু তা-ই নয়, এই জয় তাদের নিয়ে গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বারপ্রান্তে।

নিজেদের শেষ ম্যাচে আগামীকাল রুয়ান্ডার বিপক্ষে জিতলেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লিখিয়ে ইতিহাস গড়বে তারা। নামিবিয়ার ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে কেনিয়াকে আজ ৩৩ রানে হারায় দলটি।

আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচে টান পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট আগেই কেটে রেখেছে নামিবিয়া। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে উগান্ডা। পাঁচ ম্যাচের মধ্যে হেরেছে কেবল একটিতে। তবে সমান পাঁচ ম্যাচ খেলে জিম্বাবুয়ে ও কেনিয়া হেরেছে দুটি করে ম্যাচ। তাই বিশ্বকাপ খেলার স্বপ্নটা বেশ কঠিন হয়ে গেল তাদের জন্য।

কেনিয়ার বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় উগান্ডা। ৫০ বলে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন সাইমন সেজাই। এছাড়া শেষ দিকে ২৩ বলে ৬ চারে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন দীনেশ নাকরানি। জবাব দিতে নেমে ১২৯ রানেই গুটিয়ে যায় কেনিয়া। এক ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করেন উগান্ডার বোলাররা। সর্বোচ্চ ৪ উইকেট নেন বিলাল হাসান।

 বাংলাদেশ সময়ঃ ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩

এএইচএস 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।