ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাইজুল বলছেন, ‘যদি টেস্টে সেরা পাঁচের মধ্যে আসতে পারি...’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
তাইজুল বলছেন, ‘যদি টেস্টে সেরা পাঁচের মধ্যে আসতে পারি...’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা মসৃণ ছিল না কখনোই। কখনো কখনো দিশা খুঁজে পাওয়া মনে হয়েছে বহুদূরের পথ।

এখন অবধি ১৩৯ টেস্টে বাংলাদেশের জয় কেবল ১৮টিতে। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে নয় দলের মধ্যে বাংলাদেশ হয়েছে সবার শেষ।  

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আরও একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সিলেট টেস্টে তাদের জয়ই এখন বেশি সম্ভব। শেষ দিনে নিতে হবে তিন উইকেট। এরপর টেস্ট চ্যাম্পিয়শিপের পথচলা কেমন চান? চতুর্থ দিনশেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটি গিয়েছিল তাইজুল ইসলামের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘লক্ষ্য তো মুখ দিয়ে বললাম আর হয়ে গেল এমন কিছু না। আছে… টার্গেট তো থাকে। আমরা যদি বিশ্ব ক্রিকেটে টেস্টে ৩-৪ বা ৫ এ আসতে পারি, এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। ’

সিলেট টেস্টের চারদিনই সমানে-সমান লড়াই করেছে বাংলাদেশ। এর মধ্যে চতুর্থ দিনটি ছিল তাদেরই। এখন অপেক্ষা ভালো কিছু করার। মাত্র এক চ্যাম্পিয়নশিপ আগেই চ্যাম্পিয়নের তকমা লাগানো নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেটি বাংলাদেশের জন্য হবে বড় ব্যাপার।  

এ নিয়ে তাইজুল বলেন, ‘বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনও জিতি নাই, তবে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করছি। বড় দলকে হারালে আত্মবিশ্বাস বাড়ে, দল বদলে যাওয়ার আভাস থাকে। পুরো বছর যেন এই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। কয়টা ম্যাচ জিতবো বা জিতবো না জানি না, তবে বাংলাদেশকে যেন ভালো কিছু দিতে পারি। ’ 

উইকেট নিয়ে তার ভাষ্য, ‘সকালেও উইকেট এত কঠিন মনে হচ্ছিল না। আমাদের বোলাররা অনেক দুর্দান্ত বোলিং করেছে। ওদের বড় ব্যাটারদের দ্রুত হারানোয় চাপে পড়েছে। বলব না উইকেট খুব খারাপ। ’

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।