ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রোমাঞ্চকর জয়

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে আসর শেষে প্রথমবার ওয়ানডে খেলতে নেমেই দারুণ এক জয় তুলে নিল ক্যারিবীয়রা।

ইংল্যান্ডের বিপক্ষে তাদের রোমাঞ্চকর জয়টি এলো শাই হোপের ঝড়ো এক সেঞ্চুরিতে ভর করে।

সিরিজের প্রথম ম্যাচে গতকাল অ্যান্টিগায় ৪ উইকেটে জয় পেয়েছে উইন্ডিজ। ইংলিশদের ছুড়ে দেওয়া ৩২৬ রানের লক্ষ্য হোপের ৮৩ বলে ১০৯* রানের ইনিংসে ভর করে ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকরা।

শেষ ১০ ওভারে জেতার জন্য ১০৬ রান দরকার ছিল উইন্ডিজের। হাতে ছিল ৫ উইকেট। কঠিন এই পথ দারুণভাবে পাড়ি দেন অধিনায়ক হোপ। ২৮ বলে ৪৮ রানের ইনিংস খেলে তাকে দারুণ সঙ্গ দেন রোমারিও শেফার্ড। ৪৯তম ওভারে তিন ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন হোপ।

এর আগে ইংল্যান্ড বড় সংগ্রহ গড়ে জয়ের আশাতেই ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে গিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর প্রথমবার মাঠে নেমে ভালো শুরুও পেয়েছিল তারা। দুই ওপেনার ফিল সল্ট এবং উইল জ্যাকস মিলে ৭৭ রানের জুটি গড়েন।  

পরের তিন ব্যাটারও কমপক্ষে ২০ বা তার বেশি রান করেন। তবে ফিফটির দেখা পান শুধু হ্যারি ব্রুক। তার ব্যাট থেকে আসে ৭২ বলে ৭১ রানের ইনিংস। আর শেষদিকে স্যাম কারান ও ব্রাইডন কার্সের অষ্টম উইকেট জুটিতে ৬৬ রান যোগ হলে ইংলিশদের সংগ্রহ ৩০০ ছাড়ায়।

জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও দারুণ হয়। তাদের ওপেনিং জুটিতেই আসে ১০৪ রান। কিন্তু মিডল অর্ডারের অনভিজ্ঞতা স্পষ্ট হয় এরপরই। তবে হোপ এসে তাণ্ডব চালাতে শুরু করলে পরিস্থিতি বদলে যায়। পাশাপাশি শেফার্ড এবনহ শিমরন হেটমায়ার (৩২) রানের গুরুত্বপূর্ণ ভূমিকা।  

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টি মাঠে গড়াবে আগামী বুধবার, একই ভেন্যুতে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।