ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ লঙ্কান ক্রিকেট বোর্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
এবার ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ লঙ্কান ক্রিকেট বোর্ডের

শুরুটা হয় ওয়ানডে বিশ্বকাপ থেকে। সেখানে ব্যর্থতার কারণে পুরো শ্রীলঙ্কান বোর্ডকে বরখাস্ত করে দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে।

এরপর একটি অন্তর্বর্তীকালীন কমিটিও গঠন করেন তিনি। তার এই সিদ্ধান্তে কারণে পরবর্তীতে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করে আইসিসি। এবার সেই ক্রীড়ান্ত্রীর বিপক্ষে দুর্নীতির অভিযোগ এনেছে লঙ্কান বোর্ড।  

লঙ্কান সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শ্রীলঙ্কার অন্যান্য খেলাধুলার উন্নতির জন্য জাতীয় স্পোর্টস ফান্ডকে একটি তহবিল দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই তহবিল কিভাবে ব্যবহার করেছেন সেটি নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে সাবেক ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে।  

দুর্নীতির সেই অভিযোগ তদন্তে আনুষ্ঠানিক অভিযোগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই বিষয়ে টুইটারে তারা জনায়, ‘এসএলসি যে তহবিল বরাদ্দ করেছিল, জনাব রোশান রানাসিংহে তা কীভাবে ব্যবহার করেছেন, সেসব যথাযথভাবে না জানানোয় এই অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হয়। খরচ নিয়ে সংবাদমাধ্যমে রানাসিংহের দেওয়া তথ্য এবং তথ্য অধিকার আইনে (আরটিআই) এসএলসির আবেদনের ভিত্তিতে যা জানা গেছে—এই দুইয়ের মধ্যে তারতম্যের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হলো। ’

আইসিসি থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর মন্ত্রীত্ব হারান রোশান। ক্রিকেট বোর্ডে দুর্নীতিবিরোধী অভিযান চালানোর কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাকে হত্যার ষড়যন্ত্র করছেন এমন অভিযোগও তুলেছিলেন রানাসিংহে। পরবর্তীতে আর পদ টেকেনি তার। এবার সেসবের সঙ্গে যুক্ত হলো নতুন এই অভিযোগ।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।