ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানি মেয়েদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানি মেয়েদের ইতিহাস

প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় ম্যাচও জিতে নিল পাকিস্তান। শুধু তা-ই নয়, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার সিরিজ জিতে গড়েছে ইতিহাস।

ডানেডিনে আজ স্বাগতিকদের ১০ রানে হারায় তারা।

অথচ মাস খানেক আগেই বাংলাদেশের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান। সেই হারের ধাক্কা কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে তারা। টি-টোয়েন্টিতে এ নিয়ে প্রতিপক্ষের মাঠে মাত্র চারবার সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান নারী দল। ২০১৪ সালে প্রথম জেতে বাংলাদেশে, ২০১৮ সালে শ্রীলঙ্কায়, সে বছরই অক্টোবরে আবার বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তান।

এবার হারাল কিউই মেয়েদের। ডানেডিনে প্রথমে ব্যাট করে মুনিবা আলী (৩৫), আলিয়া রিয়াজ (৩২*) ও বিসমাহ মারুফের (২১) কল্যাণে ১৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে ১২৭ রানে থামে হোয়াইট ফার্নস। রান তাড়া করতে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন হান্নাহ রোয়ের। গত ম্যাচের মতো আজও সেরা বোলার ফাতিমা সানার, ২২ রানে নেন ৩ উইকেট। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৯ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।