ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলন করে টি-টোয়েন্টি খেলোয়াড় তৈরি করা যায় না: বাশার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
অনুশীলন করে টি-টোয়েন্টি খেলোয়াড় তৈরি করা যায় না: বাশার

ঢাকা: শুধু অনুশীলন করে টি-টোয়েন্টি খেলোয়াড় তৈরি করা যায় না। টি-টোয়েন্টি ম্যাচ খেলেই এই ফরম্যাটের খেলোয়াড় তৈরি হয়।

এমনটাই মত বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ফ্যানফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে বাংলাদেশ দলের দীর্ঘদিনের দুর্বলতা নিয়েই আলোচনা হচ্ছে বেশি। এখনও এই ফরম্যাটে ঠিক অভ্যস্ত হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। কেন এই ফরম্যাটে খেলোয়াড় সংকটে বাংলাদেশ দল, তা নিয়ে ক্রিকেটমহলে নানান প্রশ্ন উঠছে। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দল কতটা প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে বিসিবির নির্বাচক বাশার বলেন, 'অনুশীলন করে টি-টোয়েন্টি খেলোয়াড় তৈরি করা যায় না। বিশ্বকাপের আগে বিপিএল আছে। এখানে যেসব খেলোয়াড় নিজেদের মেলে ধরতে পারবে তাদের নেওয়া হবে। ' 

'বিপিএলে প্রতিটি দলে চারজন বিদেশি খেলোয়াড় খেলে। অনেক সময় লোকাল খেলোয়াড়রা মূল ভূমিকা পালন করতে পারে না। যদি আমরা (টি-টোয়েন্টি) বিশ্বকাপের আগে কিছু খেলার আয়োজন করতে পারি সেটা কাজে আসবে। এই ফরম্যাটে টি-টোয়েন্টি ম্যাচ খেলেই খেলোয়াড় তৈরি হয়। এখন আমাদের টেস্ট সিরিজ চলছে। এরপর নিউজিল্যান্ড সফর। দেশে এসে আফগানিস্তানের বিপক্ষে খেলবো। কিছু টি-টোয়েন্টি ম্যাচ আছে আমাদের। এরপর বিপিএল শুরু হয়ে যাবে। তখন হয়তো বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা যাবে। '

বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে যেন 'মিউজিকাল চেয়ার' খেলা চলছে। বিশ্বকাপের পর ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা সাকিব আল হাসানের। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিসিবি। সাকিবও এ নিয়ে মুখ খুলছেন না। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত।  

এরইমধ্যে সাকিব না থাকায় বিশ্বকাপে দুই ম্যাচে অধিনায়কত্ব করেছেন শান্ত। এরপর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও তার কাঁধেই দায়িত্ব দিয়েছে বিসিবি। তার নেতৃত্বে সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ও পেয়েছে টাইগাররা।  

শান্ত যেভাবে টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাকে নিয়ে দীর্ঘ মেয়াদী কোনো চিন্তা আছে কি না- এমন প্রশ্নের জবাবে সুমন বলেন, 'সে (শান্ত) মাত্র শুরু করেছে। এখনই লম্বা সময়ের দিকে ভাবছি না। আমি মনে করি, যে-ই অধিনায়ক হোক, বিসিবি লম্বা সময় দায়িত্ব দিলে তার জন্য ভালো, দলের জন্যও ভালো। একটা ক্যাপ্টেনের দল গড়তে অনেক সময় লাগে। শর্ট টাইম কাজে দেয় না। লম্বা সময় দিলে সেটা কাজে আসে। ' 

এখন পর্যন্ত মাত্র ২৪ টেস্ট খেলেছেন শান্ত। তার চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে এমন খেলোয়াড় দলে আছেন। যদিও বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শান্তর ঝুলিতে। কিন্তু জাতীয় দল আর বয়সভিত্তিক দলের অভিজ্ঞতায় বিস্তর পার্থক্য রয়েছে। সেদিকেই ইঙ্গিত করে বাশার বলেন, 'বয়সভিত্তিক দল আর বাংলাদেশ দলের অধিনায়কত্ব করার মধ্যে অনেক পার্থক্য। এখানে (জাতীয় দল) এক্সপেক্টেশন অনেক বেশি থাকে। খেলোয়াড়দের হ্যান্ডেল করার বিষয় থাকে। '

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
এমএমআই/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।