ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়

অবশেষে মিরপুরে উঁকি দিয়েছে সূর্য। নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে সবমিলিয়ে চার সেশন ভেসে গেছে বৃষ্টিতে।

তবে আশার কথা, ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।  

বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। পরে তৃতীয় দিন সকালের সেশনেও মাঠ না শুকানোয় আর খেলা হয়নি। ১১টা ২০ থেকে ১২টা অবধি থাকবে মধ্যাহ্নভোজের বিরতি।  

এরপর ১২টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টা খেলা চলার পর চা বিরতি হবে। এরপর আলো থাকলে খেলা হবে বিকেল ৫টা ১৫ মিনিট অবধি।  

মিরপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল। ওই দিন সবমিলিয়ে ১৫ উইকেট নেন তারা। এর মধ্যে ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করে কিউইরা।  

বাংলাদেশ সময় : ১১১৯ ঘণ্টা, ৮ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।