ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দল থেকে বাদ পড়ে ‘ধৈর্য ধরে’ ছিলেন নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
দল থেকে বাদ পড়ে ‘ধৈর্য ধরে’ ছিলেন নাঈম

সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়েই দৌড় শুরু করলেন নাঈম হাসান। ড্রেসিংরুমে ফেরার ভীষণ তাড়া তার।

কারণটা অবশ্য অজানা। তবে এই ড্রেসিংরুমে তার জায়গা প্রায় অনিয়মিত। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছিলেন।  

এরপর কখনোই সেভাবে খারাপ পারফর্ম করেননি। তবুও পাঁচ বছরের ক্যারিয়ার এখন থেমে আছে ১০ টেস্টে, তাতে নাঈমের উইকেট ৩৬টি। প্রায় দেড় বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছেন তিনি। এর আগে খেলেছিলেন গত বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে।  

ওই ম্যাচের এক ইনিংসেও ছয় উইকেট নিয়েছিলেন। মাঝে ইনজুরির বাধা কাটিয়ে এখন আবার তার জায়গা হয়েছে জাতীয় দলে। খারাপও করছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুই উইকেট নিয়েছেন।  

নিজের এই আসা-যাওয়া নিয়ে নাঈম শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘দলের বাইরে থাকাকালে আমার কাজ ছিল ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পরিশ্রম করা। ওটা করেছি, আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ’

মিরপুর টেস্টের উইকেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ম্যাচের প্রথম দিনেই বোলাররা নিয়েছেন ১৫ উইকেট। তৃতীয় দিনে এসেও ঘণ্টা তিনেকে উইকেট গেছে সাতটি। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল নাঈমের কাছে। তিনি বলছেন, সব উইকেটেই খেলতে হবে ক্রিকেটারদের।

নাঈম বলেন, ‘উইকেট যাই হোক আমাকে খেলতে হবে, কোনো অযুহাত দেওয়া যাবে না। এখন যদি আমাকে ফ্ল্যাট উইকেটে খেলতে বলা হয় তাহলে কি আমি বলব, বোলিং করব না? ওটা তো বলতে পারব না। এই উইকেটে ব্যাটাররা ব্যাট করছে, রান করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। উইকেট যেমনই হোক ভালো সংগ্রহ করতে হবে আর বোলিংয়ে ভালো করতে হবে। ’

উইকেটে কোনো রকম পরিবর্তন দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে নাঈম বলেন, ‘উইকেট এখন পর্যন্ত ভালো দেখছি, ব্যাটিংয়ের জন্যও। ভালো ব্যাটিং করলে ভালো! চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।