ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের আউটে সকালের আক্রমণাত্মক শুরুর শেষ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, ডিসেম্বর ৯, ২০২৩
মুমিনুলের আউটে সকালের আক্রমণাত্মক শুরুর শেষ

ঢাকার আকাশে শীতের আগমন। কুয়াশায় ঘিরে আছে চারপাশ।

এর মধ্যেই শুরু হয়েছে মিরপুর টেস্টের চতুর্থ দিন। আগের দুদিনের মেঘলা ভাবে খেলা হয়নি ঠিকঠাক। চতুর্থ দিনের সকালটা শুরু হয় জাকির হাসানের দুটি চারে। মুমিনুল হকের সঙ্গে তার জুটিও গড়ে ওঠেছিল। কিন্তু এলবিডব্লিউ হয়ে মুমিনুলের ফেরায় ভেঙে গেছে সেটি।  

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৭২ রানের জবাবে ১৮০ রান করে কিউইরা। পরে দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারমেষে ৩ উইকেট হারিয়ে ৭২ রান করেছে বাংলাদেশ।  

২ উইকেট হারিয়ে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারে এক রান নিয়ে স্ট্রাইকে থাকেন জাকির হাসান। পরের ওভারে টিম সাউদিকে দুই বলে দুটি চার হাঁকান তিনি। এরপর মাঝখানে এক ওভার বিরতি দিয়ে প্রতিটিতেই একটি করে চার হাঁকান বাংলাদেশি দুই ব্যাটার।  

কিন্তু মুমিনুলের বিদায়ে সেটি শেষ হয়। এজাজ প্যাটেলের বলে পুল করতে গেলে তার প্যাডে লাগে বল। আম্পায়ারও আঙুল তুলে দেন সঙ্গে সঙ্গে। ১৯ বল খেলে ১০ রানে আউট হন তিনি। এরপর মুশফিকুর রহিমও এলবিডব্লিউ হয়ে ফিরেছেন।  

বাংলাদেশ সময় : ০৯৫১ ঘণ্টা, ৯ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।