ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপজ্জনক পিচের কারণে বাতিল বিগ ব্যাশের ম্যাচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
বিপজ্জনক পিচের কারণে বাতিল বিগ ব্যাশের ম্যাচ

আউটফিল্ড ভেজা বা অনুপযুক্ত থাকার কারণে ম্যাচ বাতিল হয়েছে অনেকবারই। কিন্তু পিচ অনিরাপদ বা বিপজ্জনক হওয়ায় ম্যাচ বাতিল হয়েছে, এমনটা সাধারণত ঘটে না।

তবে এবার এমনটাই দেখা গেল বিগ ব্যাশ লিগে (বিবিএল)। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)-এর ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে।  

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অবস্থিত জিএমএইচবিএ স্টেডিয়ামে (কার্ডিনিয়া পার্ক নামেও পরিচিত) আজ পার্থ স্কর্চার্সের বিপক্ষে মাঠে নেমেছিল মেলবোর্ন রেনেগাডস। কিন্তু পিচ খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচটি বাতিল করা হয়।

আগের রাতেই ঝুম বৃষ্টির কারণে পুরো মাঠ ঢেকে রাখা হয়েছিল। কিন্তু বৃষ্টির পানি চুয়ে চলে যায় ঢেকে রাখা পিচের ওপর। যদিও নির্দিষ্ট সময়েই খেলা শুরু হয়েছিল। টস জিতে ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে নেমে পড়েছিল রেনেগেডস। কিন্তু পিচের কারণে বল বাউন্স করছিল অদ্ভুতভাবে।  

পিচের অদ্ভুত আচরণের শিকার হয়ে শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে পার্থ স্কর্চার্স। ব্যাটাররা রীতিমতো হিমশিম খাচ্ছিলেন পিচের কারণে। সপ্তম ওভারে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। উইল সাদারল্যান্ডের লাফিয়ে ওঠা বল জশ ইংলিসের কুঁচকিতে লাগে এবং একই ধরনের আরেকটি বল তার ব্যাটে লেগে ক্যাচ উঠলেও ফেলে দেনে উইকেটকিপার কুইন্টন ডি কক।

পরের বলেই ইংলিস একটি ফুলার ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন। কিন্তু বল লাফিয়ে তার ব্যাটের ওপর দিয়ে ডি ককের গ্লাভসে জমা হয়। একের পর এক এমন অদ্ভুত ডেলিভারির মোকাবিলা করে হতাশ হয়ে পড়েন ইংলিস এবং পিচ নিয়ে অভিযোগ জানাতে ছুটে যান দুই আম্পায়ার বেন ট্রেলোয়ার এবং সাইমন লাইটবডির কাছে।

মাঠের দুই আম্পায়ার পিচ নিয়ে কিছুক্ষণ আলোচনা করার পর খেলোয়াড়দের নিয়ে মাঠ ত্যাগ করেন। ৬.৫ ওভার শেষে পার্থ স্কর্চার্সের সংগ্রহ তখন ২ উইকেটে ৩০ রান। ২০ মিনিটের মতো খেলা শেষে দুই দল ১টি করে পয়েন্ট ভাগাভাগি করে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।